এই ঘটনার পর তার এক বন্ধু ও বান্ধবীকে আটক করেছিল মন্দারমণি থানার পুলিশ। তৃণমূল নেতার পরিবারের অভিযোগকে কেন্দ্র করে অতাউর মণ্ডল,তনুশ্রী মুখ্যপাধ্যায়কে গ্রেফতার করেছে মন্দারমণি থানার পুলিশ। আজ আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পুরো ঘটনাটির খতিয়ে তদন্ত করছে পুলিশ৷
advertisement
ঠিক কী ঘটনা ঘটেছিল? আদহাটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও উপপ্রধানের স্বামী আবুল নাসার। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে তৃণমূল নেতার খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক রং দেখছেন না আমডাঙার তৃণমূল নেতা তথা আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। সক্রিয় কর্মীর মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুরো বিষয়টিতে পুলিশি তদন্তেই আস্থা রাখছেন তৃণমূল নেতৃত্ব। বেড়াতে গিয়ে মন্দারমণি গোল্ডেন ভিচ রিসর্টে ছিলেন তিনি। শুক্রবার রাত ২টো নাগাদ হোটেলের ঘরের মধ্যেই তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।