দাদুর কথা রাখল – ছেলে বৌমা নাতি নাতনিরা বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তে। নাকুয়াদহ গ্রামে। শতাধিক বর্ষের বৃদ্ধ কালিপদ সরকার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তার।
আরও পড়ুন: বলুন তো, ভারতের কোন রাজ্যে বেতন সব থেকে বেশি? বাংলার কী অবস্থা, শুনে চমকে যাবেন!
advertisement
দাদুর ইচ্ছেমতো নাতি-নাতনিরা বাঁশের দোলায় চাপিয়ে শবদেহ নিয়ে শোভাযাত্রা বের করল গোটা গ্রাম একদিকে বাজি ফোটানো অন্যদিকে ব্যান্ড পার্টি আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে মৃতের পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা আনন্দ উৎসবে মাতলেন। আর তা দেখতে রাস্তা দুই ধারে কাতারে কাতারে গ্রামের মানুষ।
আরও পড়ুন: বলুন তো, ভারতে হিরের শহর কোন শহরকে বলে? তাক লাগবে দেখে! নামটা কিন্তু অবাক করে দেবে
জানা যায়, মৃত্যুর আগে বৃদ্ধ বলে গিয়েছিলেন আমার মৃত্যু হলে কেউ যেন চোখের জল না ফেলে ব্যান্ডপার্টি ভাড়া করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিন বৃদ্ধের কথা মত আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইটিন্ডা শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
—- জুলফিকার মোল্যা