শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিল্লি রোডের পাশে সোমবার সকালে স্থানীয়রা মৃতদেত পরে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। একটি পানশালা লাগোয়া সেইল কারখানার পাঁচিলের পাশের ড্রেন থেকে মুণ্ডহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কারখানার পাঁচিলে রক্তের দাগ লেগে থাকতে দেখা যায়। পরনে জিনসের প্যান্ট, হাফ শার্ট। মৃত যুবকের বয়স ২৫ বছরের মধ্যে।
advertisement
চন্দননগর পুলিশের এসিপি-১ শুভতোষ সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃতদেহ যেখানে পরেছিল, তার পাশে প্লাস্টিক জড়ো করা ছিল। প্রাথমিক ভাবে অনুমান, বাইরে থেকে খুন করে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদেহ।
আরও পড়ুন: 'দেশের কর্তাদের আস্ফালনের বিরুদ্ধে...' সরকারের বর্ষপূর্তিতে প্রত্যয়ী মমতার হুঁশিয়ারি!
এদিকে, পুরুলিয়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুরুলিয়া শহরের তেলকলপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জয় বাউরি। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের তেলকলপাড়া এলাকায়। মাল বোঝাই একটি লরি দাড়িয়েছিল তেলকলপাড়া এলাকার ওভারব্রিজের নিচে। সেই সময় গাড়ির পেছনে দাঁড়িয়েছিল সঞ্জয়। গাড়িটি হঠাৎ পেছনে পিছোতেই গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ।
আরও পড়ুন: রাস্তায় জমা জল, তার পরিণামে পিটিয়ে খুন! কী মারাত্মক ঘটনা ঘটল মালদহে...
এদিকে, অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে আটজন বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ জওয়ানরা। পুলিশ সূত্রে খবর_গতকাল রাতে হাকিমপুর সীমান্ত পার হয়ে এই ৮ বাংলাদেশী নাগরিক ভারতে ঢুকে সেই সময় সেখানে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে আটক করে এবং স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ তাদেরকে গ্রেফতার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে।