ডলফিনটির গায়ের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে বন দফতর। যদিও পিয়ালীর বনদফতরের কর্মীরা নদী থেকে এই ডলফিনটি উদ্ধার করার পর ওই ডলফিনকে কুলতলী ব্লক প্রাণী বিকাশ দফতরের আনা হয় তারপর ওই ডলফিনকে পরীক্ষা-নিরীক্ষা করার হয়। জামতলায় প্রাণী বিকাশ কেন্দ্রে প্রাণীর চিকিৎসকের উপস্থিতিতে ময়না তদন্ত করা হয় বলে জানিয়েছেন পিয়ালী বি ট অফিসের এক আধিকারিক।
advertisement
আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপে ভারতের রয়েছে এমন ৫টি রেকর্ড, যা ভাঙা একপ্রকার অসম্ভব
এ প্রসঙ্গে এক সুন্দরবন বিশেষজ্ঞ তিনি জানান, প্রতিনিয়ত দূষিত হচ্ছে সুন্দরবন। পেশাজীবী ও পর্যকটদের নিক্ষিপ্ত বর্জ্যে দূষিত হচ্ছে সুন্দরবনের নদী নালা। এর ফলে শুধু ডলফিন নয়, গোটা সুন্দর বন দূষণের মুখে পড়ছে। এ ব্যাপারে বনবিভাগের আরও কঠোর হতে হবে। তার পাশাপাশি সাধারণ মানুষকেও আরও বেশি করে সচেতন হতে হবে। সবার আগে যদি মানুষ সচেতন হয় তাহলে শুধু ডলফিন নয় সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব।







