Jhargram News: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, সঠিক চিকিৎসা না হওয়ায় নাবালিকার মৃত্যুর অভিযোগ! সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ধুন্ধুমার

Last Updated:

Jhargram News: পরিবারের অভিযোগ, অসুস্থ নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসার পর থেকে সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়নি। আজ দুপুর নাগাদ ভারতীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষমেষ বছর ১৭-এর এই নাবালিকার মৃত্যু হয়।

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঝাড়গ্রাম, রাজু সিংঃ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। রোগীর পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা না হওয়ার কারণে মৃত্যু হয়েছে। এর জেরে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।
জানা যাচ্ছে, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মোটাবাঁধা গ্রাম নিবাসী ভারতী পাতন নামে এক নাবালিকা পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর পরিবার তাঁকে সেই রাজ্যের চাকুলিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে চাকুলিয়া থেকে তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল তাঁকে এখানে আনা হয়।
advertisement
আরও পড়ুনঃ বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল যাত্রীবোঝাই বাস, সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা! আহত একাধিক বাসযাত্রী
পরিবারের অভিযোগ, অসুস্থ নাবালিকাকে হাসপাতালে নিয়ে আসার পর থেকে সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়নি। আজ দুপুর নাগাদ ভারতীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শেষমেষ বছর ১৭-এর এই নাবালিকার মৃত্যু হয়। এরপরেই পরিবারের সদস্যরা হাসপাতালে উপর চড়াও হন। শুরু হয় উত্তেজনা।
advertisement
advertisement
উত্তেজনা চরমে উঠলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ঝাড়গ্রাম থানার পুলিশ। রোগী মৃত্যু ঘিরে এদিন হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আগামীতে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, সঠিক চিকিৎসা না হওয়ায় নাবালিকার মৃত্যুর অভিযোগ! সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ধুন্ধুমার
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement