আজ, মঙ্গলবার সকাল থেকেই দিঘার সমুদ্রতটে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মত। নিউ দিঘার মাইতি ঘাটের কাছে পর্যটকরা দেখতে পারেন একটা বিশালাকায় ডলফিন ৷ সকালে জোয়ারের জলে প্রায় ৭ ফুট লম্বা ও ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন সমুদ্রতটে উঠে আসে। এই খবর ছড়ানো মাত্রই তা দেখার জন্য পর্যটকদের ভিড় জমে উঠেছিল।
advertisement
ডলফিন সমুদ্রতটে উঠে আসার খবর দেওয়া হয় স্থানীয় দিঘা থানায়। ঘটনাস্থলে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা গিয়ে ডলফিনটিকে উদ্ধার করে সমাধিস্থ করার ব্যবস্থা করে। দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ সকালে আমরা খবর পাই মাইতি ঘাটের কাছাকাছি একটি মৃত ডলফিন সমুদ্রের পাড়ে এসে উঠেছে। খবর পেয়েই বনদফতরের আধিকারিকদের পাঠিয়ে ডলফিনটি উদ্ধার করে সমাধিস্থ করার ব্যবস্থা করা হয়। ’’
সম্প্রতি কয়েকদিন আগে দিঘার সমুদ্রে মৃত একটি ডলফিন সমুদ্রের পাড়ে পড়ে পড়ে দুর্গন্ধ ছড়াছিল। তাতে পর্যটকদের প্রচণ্ড সমস্যায় পড়তে হয়েছিল। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরেই স্থানীয় প্রশাসন মৃত ডলফিনটি উদ্ধার করে।