TRENDING:

দিঘার সমুদ্রতটে বিশাল আকারের ডলফিন উদ্ধার, দেখার জন্য ভিড় পর্যটকদের

Last Updated:

নিউদিঘার মাইতি ঘাটের কাছে পর্যটকদের দেখামিললো একটি বৃহত আকৃতির ডলফিন। আর সেই খবর ছড়িয়ে পড়ামাত্রই তা দেখার জন্য পর্যটকদের ভীড় জমে উঠেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। আর সেই দিঘায় বর্তমান সময়ে প্রতিনিয়ত পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে। শীত কাটিয়ে হাল্কা গরমে পর্যটকরা এখন সমুদ্রমুখি হচ্ছেন।
advertisement

আজ, মঙ্গলবার সকাল থেকেই দিঘার সমুদ্রতটে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মত। নিউ দিঘার মাইতি ঘাটের কাছে পর্যটকরা দেখতে পারেন একটা বিশালাকায় ডলফিন ৷ সকালে জোয়ারের জলে প্রায় ৭ ফুট লম্বা ও ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন সমুদ্রতটে উঠে আসে। এই খবর ছড়ানো মাত্রই তা দেখার জন্য পর্যটকদের ভিড় জমে উঠেছিল।

advertisement

ডলফিন সমুদ্রতটে উঠে আসার খবর দেওয়া হয় স্থানীয় দিঘা থানায়। ঘটনাস্থলে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা গিয়ে ডলফিনটিকে উদ্ধার করে সমাধিস্থ করার ব্যবস্থা করে। দিঘা থানার ওসি বাসুকি বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ সকালে আমরা খবর পাই মাইতি ঘাটের কাছাকাছি একটি মৃত ডলফিন সমুদ্রের পাড়ে এসে উঠেছে। খবর পেয়েই বনদফতরের আধিকারিকদের পাঠিয়ে ডলফিনটি উদ্ধার করে সমাধিস্থ করার ব্যবস্থা করা হয়। ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি কয়েকদিন আগে দিঘার সমুদ্রে মৃত একটি ডলফিন সমুদ্রের পাড়ে পড়ে পড়ে দুর্গন্ধ ছড়াছিল। তাতে পর্যটকদের প্রচণ্ড সমস্যায় পড়তে হয়েছিল। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরেই স্থানীয় প্রশাসন মৃত ডলফিনটি উদ্ধার করে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘার সমুদ্রতটে বিশাল আকারের ডলফিন উদ্ধার, দেখার জন্য ভিড় পর্যটকদের