জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম অরূপ দাস (৩২)। তিনি গোবরডাঙার কুণ্ডপুকুর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপ বাড়িতেই ছিলেন। সেই সময় তাঁর বন্ধু মিন্টু তাঁকে সুপারি পাড়ার কাজে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরে মিন্টু বাড়ি ফিরে এসে জানায়, অরূপ মারা গিয়েছেন।
আরও পড়ুনঃ বালাসনের গ্রাসে সাফ বাঁধের অংশ! ঘুম উড়েছে ‘এই’ গ্রামের বাসিন্দাদের, দুর্যোগ কমলেও বাড়ছে আতঙ্ক
advertisement
সেকথা শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত চ্যাটার্জিপাড়ায় পৌঁছন। সেখানে গিয়ে দেখেন, অরূপ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁকে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় কাউন্সিলর ও বাসিন্দারা জানান, ঘটনাস্থলে অরূপকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একাংশের অনুমান, সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যাওয়াতেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ।