TRENDING:

West Bengal News: পুকুরের মধ্যে ওটা কী! চমকে উঠল জেলেরা, মুহূর্তেই গোটা এলাকায় কান্নার রোল

Last Updated:

West Bengal News: আজ,রবিবার সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে এসে দেখেন পুকুরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেগঙ্গা: দেগঙ্গার চ্যাংদানায় পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত বৃদ্ধের নাম পরিমল মণ্ডল। বয়স ৬০ বছর। রবিবার সকালে দেগঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিবার সূত্রে খবর, পেশায় সবজি ব্যবসায়ী পরিমল মণ্ডল শনিবার বিকেলে কলকাতা থেকে বাড়ি ফিরে আসার পরই নিখোঁজ হয়ে যান। তারপর থেকে রাতভর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

আজ,রবিবার সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে এসে দেখেন পুকুরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন পরিমল মণ্ডলের স্ত্রী। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

আরও পড়ুন: পদ্মা সেতুতে ১১ 'পাগল'! আদৌ কি তাই? বাংলাদেশের দাবিতে তুমুল শোরগোল

এদিকে, শনিবার মাইথনের জলাধারে নিজের নৌকাকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে তলিয়ে যান নৌকাচালক। তিনি বাথান বাড়ি গ্রামের বাসিন্দা সুলেমান আনসারি (৬০)। স্থানীয় নৌকা চালক ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের তরফে রাত থেকেই চলছে তল্লাশির কাজ। রবিবার সকালে মাইথনের ফায়রিং রেঞ্জের নিটক জলাধারের মধ্যে তল্লাশি চলাতে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম।

advertisement

আরও পড়ুন: বাবার সঙ্গে এ কী নিষ্ঠুর কাণ্ড ছেলের! ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে গোটা হলদিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

ঘটনা সম্পর্কে জানা যায়, শনিবার দুপুরে নৌকা করে কিছু যাত্রীদের সঙ্গে নিয়ে সামনের টাপুর দিকে রওনা দিয়েছিলেন নৌকাচালক সুলেমান আনসারি। যাত্রীদের টাপুতে নামিয়ে নৌকা বেঁধে নিজে একটি গাছের নিচে বসে ছিলেন। হঠাৎ জলাধারের গতি দ্রুত হওয়ার ফলে নৌকা খুলে যায় ও নৌকা জলের মধ্যে ভাসতে থাকে। নৌকাকে বাঁচাতে নিজে জলাধারে ঝাঁপ মারেন সুলেমান আনসারি। সেই সময় থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: পুকুরের মধ্যে ওটা কী! চমকে উঠল জেলেরা, মুহূর্তেই গোটা এলাকায় কান্নার রোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল