আজ,রবিবার সকালে জেলেরা পুকুরে মাছ ধরতে এসে দেখেন পুকুরের মধ্যে একটি মৃতদেহ ভাসতে। খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন পরিমল মণ্ডলের স্ত্রী। স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: পদ্মা সেতুতে ১১ 'পাগল'! আদৌ কি তাই? বাংলাদেশের দাবিতে তুমুল শোরগোল
এদিকে, শনিবার মাইথনের জলাধারে নিজের নৌকাকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে তলিয়ে যান নৌকাচালক। তিনি বাথান বাড়ি গ্রামের বাসিন্দা সুলেমান আনসারি (৬০)। স্থানীয় নৌকা চালক ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের তরফে রাত থেকেই চলছে তল্লাশির কাজ। রবিবার সকালে মাইথনের ফায়রিং রেঞ্জের নিটক জলাধারের মধ্যে তল্লাশি চলাতে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম।
আরও পড়ুন: বাবার সঙ্গে এ কী নিষ্ঠুর কাণ্ড ছেলের! ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে গোটা হলদিয়া
ঘটনা সম্পর্কে জানা যায়, শনিবার দুপুরে নৌকা করে কিছু যাত্রীদের সঙ্গে নিয়ে সামনের টাপুর দিকে রওনা দিয়েছিলেন নৌকাচালক সুলেমান আনসারি। যাত্রীদের টাপুতে নামিয়ে নৌকা বেঁধে নিজে একটি গাছের নিচে বসে ছিলেন। হঠাৎ জলাধারের গতি দ্রুত হওয়ার ফলে নৌকা খুলে যায় ও নৌকা জলের মধ্যে ভাসতে থাকে। নৌকাকে বাঁচাতে নিজে জলাধারে ঝাঁপ মারেন সুলেমান আনসারি। সেই সময় থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
