TRENDING:

বাবা আর নেই...! মৃতদেহ ঘরে রেখেই মাধ্যমিক দিতে গেল মেয়ে, শোক সামলে চলল কলম!

Last Updated:

বাবার মৃত্যুর শোক সামলেও মুসকান খাতুন মাধ্যমিক পরীক্ষায় বসে বাবার স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তার সাহসিকতায় কুর্নিশ জানিয়েছে গোটা এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ, পান্ডুয়া: হুগলির পান্ডুয়া ব্লকের তারাজল গ্রামের মুসকান খাতুনের জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু হল চরম শোকের মধ্যে দিয়ে। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর বাবা আব্দুল কায়েম। পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু মৃত্যুর শোক সামলেও বাবার স্বপ্ন পূরণ করতে পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন মুসকান।

পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকানের পরীক্ষা কেন্দ্র পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। (প্রতীকী ছবি)
পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকানের পরীক্ষা কেন্দ্র পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। (প্রতীকী ছবি)
advertisement

আরও পড়ুন- ঘণ্টায় ৩৮,০০০ কিমি…! ধেয়ে আসছে ‘মহাপ্রলয়’! ধ্বংস হবে বহু শহর…ভারতও ‘গুঁড়ো’ হয়ে যাবে?

আরও পড়ুন- নতুন রূপে হাওড়া রেল স্টেশন! কোন প্ল্যাটফর্মে কী কী বদল? বাড়বে ট্রেন?

পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকানের পরীক্ষা কেন্দ্র পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে। আজ যখন সে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিচ্ছে, তখনই বাড়িতে চলছে বাবার শেষকৃত্য। কিন্তু বাবার ইচ্ছা ছিল, মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। সেই স্বপ্ন পূরণ করতেই শোক সামলে কলম ধরেছে মুসকান।

advertisement

আরও পড়ুন- ঝেঁপে বৃষ্টি! বজ্রপাতের সতর্কতা…! শীতের শেষে ভাসবে কোন কোন জেলা? আগামী সপ্তাহে ‘হাওয়াবদল’! দেখুন আবহাওয়ার পূর্বাভাস

আরও পড়ুন- যখন তখন ‘বাতকর্ম’ করে ফেলেন? পেটে চাপ আসে গুরগুর করে…? এই ‘ছোট্ট’ জিনিসে চিরতরে মুক্তি!

পরিস্থিতির কথা জানতে পেরে বাটিকা বৈঁচি পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় দ্রুত ব্যবস্থা নেন, যাতে মুসকানের পরীক্ষায় কোনও সমস্যা না হয়। তিনি জানান, “পরীক্ষা কেন্দ্রের কাছেই অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি ব্যবস্থা রাখা হয়েছে। এই পরিস্থিতিতেও মেয়েটির মানসিক দৃঢ়তা দেখে ভাল লাগছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মুসকান জানায়, “বাবা সবসময় চাইতেন আমি পড়াশোনায় ভাল করি, বড় হয়ে নিজের পায়ে দাঁড়াই। তাই বাবার স্বপ্ন পূরণ করতেই পরীক্ষায় বসেছি।” শোকের মাঝেও এক অদম্য লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে মুসকান। তার এই সাহসিকতায় কুর্নিশ জানিয়েছে গোটা এলাকা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা আর নেই...! মৃতদেহ ঘরে রেখেই মাধ্যমিক দিতে গেল মেয়ে, শোক সামলে চলল কলম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল