পুলিশ তদন্তে জানতে পারে, ভারী জিনিস দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে বীণাপাণি দেবীকে খুন করে অসীমা। পুলিশ যখন দেহউদ্ধার করে তখন বৃদ্ধার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। বীণাপাণি দেবীর মৃত্যু হয় সে দিনই। খুনের ঘটনায় অসীমার প্রেমিক দেবাশীষের প্রত্যক্ষ যোগ ছিল বলে স্থানীয়দের মত। এরপর হাঁসখালি থানার পুলিশ তদন্তে নেমে অসীমা ও দেবাশীষকে গ্রেফতার করে এবং পরবর্তীতে দু'জনের নামে চার্জশিট দেয়।
advertisement
আরও পড়ুন: ডবল ধামাকা! কমছে টয়ট্রেনের ভাড়া, জয় রাইডের প্রতিটি কোচই হচ্ছে ভিস্টাডোম
বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ শেষে রানাঘাট মহকুমা আদালত এই দুই জনকে দোষী সাব্যস্ত করে। সোমবার আদালত অসীমা বিশ্বাস ও দেবাশীষ ওরাওকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের এই রায়ের খুশি মৃত বীণাপাণি দেবীর আত্মীয়-পরিজনেরা।
মৈনাক দেবনাথ