পুলিশ সূত্রে খবর, স্বপনের পুত্র প্রদীপ সর্দারের সঙ্গে তাঁর স্ত্রী মৌসুমি সর্দারের বিবাদ চলছিল। সেই রাতেই তীব্র অশান্তি শুরু হয় তাঁদের মধ্যে। ঝগড়ার মাঝেই হাতে কাঁচি নিয়ে স্বামীর দিকে তেড়ে যান মৌসুমি। সেই সময় ছেলেকে বাঁচাতে ছুটে আসেন স্বপন সর্দার। ছেলেকে সরিয়ে নেওয়ার চেষ্টায় গিয়ে মৌসুমির হাত থেকে কাঁচির আঘাত সোজা গিয়ে লাগে স্বপনের বুকে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
advertisement
বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। ইতিমধ্যেই ছেলে প্রদীপ ও পুত্রবধূ মৌসুমিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।