TRENDING:

চলন্ত বাইকে ২ তরতাজা যুবক, পিছন থেকে সজোরে লড়ির ধাক্কা, ছিটকে যেতেই যা হল একজনের...

Last Updated:

একদিক থেকে একটি প্রাইভেট কার অন্য দিক থেকে লড়ি আসছে। দুটি যানের ঠিক মধ্যবর্তী থেকে লরিকে ওভারটেক করে সামনে আসে বাইক আরোহী। তারপরই ভয়ঙ্কর কাণ্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আন্দুল: লরির চাকায় পিষ্ট যুবক, মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায়! সামনে থাকা বাইকে পিছন থেকে লড়ির ধাক্কা। বাইকে থাকা দুই আরোহী ছিটকে পড়ল রাস্তায়। তাদের মধ্যে এক আরোহী পিছনে থাকা লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু। অন্য জন আহত অবস্থায় উদ্ধার। ঘটনাটি ঘটেছে হাওড়ার অন্যতম ব্যস্ত আন্দুল রোডে।
advertisement

জেলায় আবার গতির বলি। লরিকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলেই স্থানীয় সূত্রের খবর। লড়ির চাকায় পিষ্ট হওয়ায় ভয়ঙ্কর সেই দৃশ্য সিসি ক্যামেরাবন্দি। আলমপুর থেকে হাওড়া প্রায় ২০ কিমি রাজ্য সড়ক। এই সড়কে বিভিন্ন রুটের বাস, লড়ি, প্রাইভেট কার, টোটো, বাইক সহ বিভিন্ন যানবাহন প্রতিদিন যাতায়াত করে। দিনরাত ব্যস্ত সড়ক, সকাল সন্ধ্যা যানবাহনের দারুণ চাপ বাড়ে। এদিন সন্ধ্যা পেরিয়ে সবে যানজট কিছুটা হালকা হচ্ছে। এমন সময় এই দুর্ঘটনা ঘটে আলামপুর-হাওড়া আন্দুল রোডের কদমতলা এলাকায়।

advertisement

আরও পড়ুন Indian Railways: এ কী করে সম্ভব! ২১ জুলাই সেরে ট্রেনের ফার্স্ট ক্লাস কুপে ফিরছিলেন TMC বিধায়ক, টয়লেট থেকে ফিরতেই…

মর্মান্তিক সেই দৃশ্য সিসি ক্যামেরা বন্দি। সিসি ক্যামেরা দৃশ্যের দেখা যাচ্ছে। একদিক থেকে একটি প্রাইভেট কার অন্য দিক থেকে লড়ি আসছে। দুটি যানের ঠিক মধ্যবর্তী থেকে লরিকে ওভারটেক করে সামনে আসে বাইক আরোহী। তারপরই ভয়ঙ্কর কাণ্ড। দ্রুত গতিতে আসা ট্রাক বাইকের ধাক্কা। সঙ্গে সঙ্গে বাইক থেকে আরোহীরা ছিটেক রাস্তায় পড়ে ট্রাকের নিচে চলে যায়। কপাল জোরে একজনের প্রাণ বাঁচলেও অন্যজনের মাথার উপর ট্রাকের চাকা উঠে মৃত্যু হয়।

advertisement

View More

স্থানীয় সূত্রে জানা গেছে বাইকে থাকা দুই আরোহী কম বয়সী যুবক। মর্মান্তিক এই ঘটনাটা ছেড়ে কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই ব্যক্তিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চলন্ত বাইকে ২ তরতাজা যুবক, পিছন থেকে সজোরে লড়ির ধাক্কা, ছিটকে যেতেই যা হল একজনের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল