প্রতি বছর বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গোনে সাগরদ্বীপের মানুষজন। কখনও দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ঘর ছাড়া হয় এলাকার মানুষজন। আর সেজন্য প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজার চাঁপাতলা গ্রামে নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে বাঁশের খাঁচা।
advertisement
মূলত বর্ষার আগে নদী বাঁধের ভাঙন আটকাতে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকায় এই ভাবেই বাঁশের খাঁচা ও ইটের টুকরোয় গোলাকার সসেজ তৈরি করা হচ্ছে। আর যাতে খুশি স্থানীয়রা। তাঁরা এই কাজ ভাল করে করার দাবি করেছেন। এই পদ্ধতিতে বাঁধ বাঁধা হলে সমস্যা স্থায়ী সমাধান হবে বলেই আশা দ্বীপবাসী।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
যার জন্য ব্যয় করা হচ্ছে ১ কোটি ৯৬ লক্ষ ২২ হাজার ২০০ টাকা। এ নিয়ে জেলা পরিষদ সদস্য পাত্র সন্দীপ পাত্র জানান, সাগরের সর্বত্র স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা চেষ্টা করে যাচ্ছেন। আর তার ফলে উপকার পাচ্ছেন সকলেই। এই কাজের গুণগত মান সকলকে দেখে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
নবাব মল্লিক