নষ্ট হয়েছে বাড়িতে থাকা চাল, ডাল সহ মজুত খাদ্যসামগ্রী। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ সাগর ব্লক। এই ব্লকের বঙ্কিমনগর, বোটখালি ও মহিষামারিতে জল ঢুকেছে মাটির বাঁধ ভেঙে। জল ঢুকেছে বাঁধ উপচেও। বঙ্কিমনগরের পঞ্চাশটির বেশী কাঁচাবাড়ি জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের পাশের স্কুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্রতট।
আরও পড়ুন: ভারতে প্রথম মাঙ্কিপক্সের হানা! এ রোগ আসলে কী? মুখ খুললেন বিশেষজ্ঞ চিকিৎসক
advertisement
গত দু’দিনের জলোচ্ছ্বাসে তটের বড় অংশ ভাঙনের জেরে সাগরে মিশে গিয়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, গাছ। জল ঢুকেছে কপিলমুনি মন্দিরের সামনে থাকা দোকানে। গতকাল মন্দিরের কাছাকাছি জল চলে আসে। এদিকে, নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে আজ ও সমুদ্র ও নদীর জল বাড়বে।
আরও পড়ুন: কলকাতায় দেখা নেই পদ্মার ইলিশের! হাজার হাজার টাকায় এই শহরে বিকোচ্ছে বাংলাদেশের ইলিশ
আজ সকাল থেকেই ফ্রেজারগঞ্জ সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। গতকালের থেকে আজ আরও জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্কিত উপকূলবাসী।
----অর্পণ মণ্ডল