নোনা জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে শতাধিক বাড়ি। কয়েকশো বিঘা জমিও নোনা জলে প্লাবিত হয়েছে। ফলে ভবিষ্যতে আর কৃষিকাজ করা যাবে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। এই নিয়ে স্থানীয় বাসিন্দা কার্তিক দাস বলেন, বারবার এমন ঘটনা ঘটায় আতঙ্কিত সকলে। এই পরিস্থিতি মোকাবিলায় তাঁদের মত স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিৎ বলে জানান। জল কবে নামবে তাও বুঝতে পারছেন না গ্রামবাসীরা। পুকুরে নোনা জল ঢুকে মাছ মারা গিয়েছে। বিপদ এড়াতে প্রায় একশোটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ক্লাসরুমকে গুদামঘর বানিয়ে স্কুলেই ব্যবসা শিক্ষিকার, নিরুপায় পড়ুয়াদের ঠাঁই বারান্দায়
পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, গোবর্ধনপুরের দক্ষিণ অংশে বহুবার বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু ওই এলাকায় সমুদ্রের ঢেউয়ের দাপট থাকায় বার বার বাঁধ ভেঙে যাচ্ছে। ভাঙা বাঁধের কিছুটা দূরে ফের কংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এখন জল নামার অপেক্ষায় রয়েছেন গ্রামবাসীরা।
নবাব মল্লিক