১২ টি জ্যোতির্লিঙ্গ হল, রামেশ্বরম যা তামিলনাড়ুতে অবস্থিত। ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশে অবস্থিত| সোমনাথ, গুজরাতে অবস্থিত। মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশে অবস্থিত।মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। কেদারনাথ, উত্তরাখণ্ডে অবস্থিত।ভীমাশঙ্কর, মহারাষ্ট্রে অবস্থিত। বিশ্বেশ্বর কাশী বিশ্বনাথ, বেনারসে অবস্থিত। ত্র্যম্বকেশ্বর, মহারাষ্ট্রে অবস্থিত। বৈদ্যনাথ ধাম, দেওঘর ঝাড়খণ্ডে। নাগেশ্বর, গুজরাতে অবস্থিত এবং ঘুশ্মেশ্বর, যা মহারাষ্ট্রে অবস্থিত।
আরও পড়ুন : মিষ্টি দই নাকি টক দই? ব্লাড সুগার, হাই প্রেশারে কোনটা কতটা খেলে ক্ষতি? কোনটা বেশি উপকারী? জানুন
advertisement
প্রত্যেক মন্দিরের বিগ্রহের রেপ্লিকা একসঙ্গে বানানো হয়েছে এই মন্দিরে। এখানেই রয়েছে পঞ্চশিরের শিব মূর্তি। ২০১৫ সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৬১ ফুট উঁচু শিবমূর্তিটি উন্মোচন করেন। এই মন্দিরের বিশেষত্ব হল ভগবান ভোলানাথের ৬১ ফুট উঁচু মূর্তি। একই সঙ্গে এখানে বিখ্যাত জ্যোতির্লিঙ্গগুলি দেখার সুযোগ মেলে। কয়েক বছরে অগণিত পুণ্যার্থীর ভিড় বাড়ছে এখানে।