রেলশহর খড়্গপুরের গোলবাজারে শুক্রবার সকাল ১১টা নাগাদ ঘটে যায় এই গায়ে-কাঁটা দেওয়া ঘটনা! প্রকাশ্যে গুলি করে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। জানা গিয়েছে, সকালবেলা দোকান খোলার সঙ্গে-সঙ্গেই চার দুষ্কৃতী ক্রেতা সেজে, দোকানের সামনেই গাড়ি রেখে হেঁটে দোকানে ঢোকে। কাউন্টারে গিয়ে তারা সোনার গয়না দেখাতে বলে। দোকানের কর্মীদের সন্দেহ হতে তাঁরা যেই না পুলিশে ফোন করতে যাবেন, অমনি স্বরূপ ধারণ করে খদ্দের-বেশী দুষ্কৃতীরা। অভিযোগ, বন্দুক, ভোজালি বার করে, গুলি চলে ২ রাউন্ড। গুলি লাগে দোকান মালিক আশিস দত্তর গায়ে। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে ভোজালির কোপ মারা হয় দোকানের কর্মী অয়ন দত্তকে। এরপরই টাকা ও সোনা লুঠ করে চম্পট দেয় ডাকাতদল।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়্গপুর টাউন থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়-সহ খড়্গপুর টাউন থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, আন্তঃরাজ্যের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ তাদের ধাবা করছে। চলছে লাইভ-চেসিং। ইতিমধ্যেই,উড়িষ্যা বর্ডারের কাছে গোপীবল্লভপুরে পুলিশ দুষ্কৃতীদের একটি হোয়াইট স্করপিও উদ্ধার করেছে। পুলিশ গাড়িটিকে রানটুয়া এলাকায় আটক করেছে। গাড়িতে চার দুঃস্কৃতী ছিল। কিন্তু তারা গাড়ি ছেড়ে পালায়। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। কাউকে সামনে যেতে দেওয়া হচ্ছে না। গাড়ির মধ্যে আগ্নেয়ান্ত্র রয়েছে বলে পুলিশের অনুমান।
শঙ্কর রাই