TRENDING:

Cyclone Remal Update: রিমলের ব্যাপক প্রভাব আম চাষে, জামাইষষ্ঠীর আগে পাকা আমে টান

Last Updated:

Cyclone Remal Update: ঘূর্ণিঝড় হিমালয়ের দাপটে ব্যাপক ক্ষতির মুখে পূর্ব বর্ধমানের আম চাষিরা। এমনিতেই এবার ফলন কম ছিল, তার উপর কাঁচা আম পেড়ে ফেলতে হয়েছে গাছ থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘূর্ণিঝড় রিমলের কবলে পূর্ব বর্ধমানের আম চাষিরা। ঝড়ের ভয়ে আগেভাগে গাছ থেকে কাঁচা আম পেড়ে নিতে বাধ্য হন তাঁরা।
advertisement

বাংলার শস্য ভাণ্ডার নামে পরিচিত এই পূর্ব বর্ধমান জেলা। এখানকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ হয়। তবে জেলার বেশ কিছু জায়গায় আম চাষও হয়ে থাকে।

advertisement

পূর্বস্থলী-২ ব্লকে অনেক চাষি আম চাষ করেন। রিমলের দাপটে তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার চাষি ভাসান শেখ জানান, দীর্ঘদিন ধরেই আম চাষের সঙ্গে যুক্ত। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে আগামী দিনে কী হবে বুঝতে পারছেন না।

advertisement

এই পূর্বস্থলী এলাকার আম পাড়ি দেয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিহার সহ অন্যান্য রাজ্যের পাইকাররা এসেও এখানকার আম চাষিদের কাছে আম কিনে নিয়ে যান।

advertisement

View More

এই বছর এমনিতেই আমের ফলন কম। গত শীতে বৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন এখানকার আম চাষিরা। এবার ঘুর্নিঝড় রিমলের জন্য পাকার আগেই ক্ষতির মাত্রা কমাতে কাঁচা আম পেড়ে নিতে বাধ্য হয়েছেন গাছ থেকে। সবমিলিয়ে আম চাষিরা এই বছর খুবই সমস্যায় পড়েছেন। কীভাবে শ্রমিকদের মজুরি দেবেন সেই চিন্তায় রয়েছেন সকলেই।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Update: রিমলের ব্যাপক প্রভাব আম চাষে, জামাইষষ্ঠীর আগে পাকা আমে টান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল