ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বিদ্যুৎ থেকে পানীয় জল সব ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সুন্দরবনের বাসিন্দাদের। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন এখানকার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। রাস্তায় পড়ে থাকা গাছ প্রশাসনের তরফ থেকে কেটে ফেলা হচ্ছে। যে এলাকাগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই জায়গাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার কাজ চলছে। বেশিরভাগ এলাকাতেই সোমবার রাত থেকেই বিদ্যুৎ চালু হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: নেশায় বুঁদ সেই ছোট থেকে! তবে এতে ক্ষতি নেই, বরং বেশ লাভ…
যেসব জায়গায় বিদ্যুতের খুঁটি বা ইলেকট্রিক পোল উপড়ে গিয়েছে সেখানেও দ্রুতগতিতে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলছে। চালু করে দেওয়া হয়েছে ফেরি সার্ভিস। যে সমস্ত মানুষ এই ঝড়ের দাপটে বাড়ি ফিরতে পারিনি তাঁরাও কিন্তু ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আশ্রয় শিবিরগুলোয় ঠাঁই নেওয়া মানুষজনও ধীরে ধীরে প্রশাসনের উদ্যোগে নদীর পাড়ের কাঁচা বাড়িতে ফিরতে শুরু করেছেন।
সুমন সাহা