TRENDING:

Cyclone Remal Effect: রিমলের ধাক্কায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত, মাথায় হাত কৃষকদের

Last Updated:

Cyclone Remal Effect: গ্রীষ্মকালীন ফসল হিসেবে পটল, ঝিঙে সহ একাধিক ফসল ফলিয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের সবজি চাষিরা। এই সময় সবজি চাষের উপরেই নির্ভরশীল থাকেন এখানকার চাষিরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ঘূর্ণিঝড় রিমলের ঝাপটায় ব্যাপক ক্ষতি সবজি চাষের। মাথায় হাত কৃষকদের। রাজ্যের ‘শস্য ভাণ্ডার’ বলে পরিচিত পূর্ব বর্ধমানের বিচ্ছিন্ন এলাকায় বহু কৃষক সবজি চাষ করেন। ঘূর্ণিঝড়ের জেরে ঝোড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছে চাষের জমিতে।
advertisement

এখন গ্রীষ্মকালীন ফসল হিসেবে পটল, ঝিঙে সহ একাধিক ফসল ফলিয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের সবজি চাষিরা। এই সময় সবজি চাষের উপরেই নির্ভরশীল থাকেন এখানকার চাষিরা। তবে সোমবার সারাদিন ঝড়, জল হওয়ার কারণে বর্তমানে ব্যাপক চিন্তায় পড়ে গিয়েছেন চাষিরা। এই প্রসঙ্গে পূর্বস্থলী এলাকার এক সবজি চাষি প্রসেনজিৎ দাস বলেন, ঝড়ের জন্য পটলের মাচা ভেঙে পড়েছে। এছাড়াও জমিতে জল জমে রয়েছে। বেশ কিছু পটল পড়ে গিয়েছে, সেগুলো আর বিক্রি করা যাবে না। আমার অনেকটা জমিতে পটল চাষ করেছি। কিন্তু এরপর কী হবে বুঝে উঠতে পারছি না।

advertisement

আরও পড়ুন: প্রতিশ্রুতিই সার! বছর বছর ঘূর্ণিঝড়ে বিপন্ন সুন্দরবন, তবু হয় না পাকা বাঁধ

সোমবার প্রায় সারাদিন ঝড় বৃষ্টির কারণে চাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। এছাড়াও অতিরিক্ত ঝোড়ো হাওয়ার জন্য গাছের গোড়া আলগা হয়ে গিয়েছে। সবমিলিয়ে সবজির ব্যাপক ক্ষতি হবে সেই আশঙ্কা করছেন সবজি চাষিরা। অমর দাস নামের এক সবজি চাষি বলেন, অনেক পটল ঝরে পড়ে গিয়েছে। যদি সব গাছের গোড়া আলগা হয়ে যায় তাহলে বড় ক্ষতি হবে। বেশ কিছু মাচা ভেঙে গিয়েছে। আবার নতুন করে মাচা করতে হবে। তা নাহলে সব সবজি নষ্ট হয়ে যাবে। এই এলাকায় অনেক চাষি আছে সকলের একই অবস্থা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Effect: রিমলের ধাক্কায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত, মাথায় হাত কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল