TRENDING:

ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা এখনই শুরু? ধসে গেল চন্দননগরে সদ্য নির্মিত ৭৫ ফুটের 'বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী'! আহত ৬

Last Updated:

চন্দননগরে ভয়াবহ দুর্ঘটনা! বিশ্বের ‘সবচেয়ে বড় জগদ্ধাত্রী’-র মণ্ডপ ভেঙে আহত ৬, আরও বাড়তে পারে সংখ্যা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমনাথ ঘোষ/চন্দননগর: বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী— এই ট্যাগলাইনেই গর্বিত ছিল চন্দননগরের কানাইলাল পল্লী সর্বজনীন। কিন্তু সেই বিশাল পুজো মণ্ডপ মুহূর্তে ধসে পড়ল প্রবল দমকা হাওয়ায়। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন, যাঁদের মধ্যে কেউ কেউ গুরুতর জখম। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে চন্দননগর হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, মণ্ডপের তলায় কেউ চাপা পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
News18
News18
advertisement

উৎসবের উদ্দীপনায় দর্শকদের চমকে দিতে কানাইলাল পল্লী তৈরি করেছিল প্রায় ৭৫ ফুট উচ্চতার বিশাল মণ্ডপ, যার সামনে ছিল ফাইবারের তৈরি জগদ্ধাত্রী প্রতিমা। প্রশাসনের অনুমতি নিয়েই এই অভিনব নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছিল পুজো কমিটি। কিন্তু অতিরিক্ত উচ্চতার কারণে প্রবল ঝোড়ো হাওয়ায় হঠাৎই ফাইবার স্ট্রাকচারটি উলটে পড়ে মণ্ডপের উপর, তখন মণ্ডপে উপস্থিত ছিলেন দর্শনার্থী ও বিচারকরা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে হাহাকার। ঘূর্ণিঝড়ের আগমনের আবহে হঠাৎ হঠাৎ দমকা হাওয়ায় হয়ে গেল ব্যাপক ক্ষয়ক্ষতি।

advertisement

আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় ‘রণক্ষেত্র’ সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত

ঘূর্ণিঝড় ‘মন্থা’য় কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলা? নবান্নে জরুরি বৈঠক, কী কী সতর্কতা?

পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন। মুখ্যসচিবের নির্দেশে স্থানীয় প্রশাসন ও দমকলও তৎপর হয়ে ওঠে। এই পুজোর মূল আকর্ষণ ছিল “বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী” প্রতিমা — প্রায় ৭৫ ফুট উচ্চতার ফাইবার ও রেজিনের কাঠামো, যার ভিতরে থাকত ১৩ ফুটের মৃন্ময়ী প্রতিমা। দত্তপুকুরের শিল্পীরা ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে এই প্রতিমা তৈরি করেছিলেন। ফাইবারের টুকরোগুলোকে লোহার ফ্রেমে আটকিয়ে সাজানো হয়েছিল জগদ্ধাত্রী, সিংহ, হাতি ও চালচিত্রসহ ব্রহ্মা–বিষ্ণু–মহেশ্বরের মূর্তি।

advertisement

কানাইলাল পল্লী সর্বজনীনের সম্পাদক মনোজ বর্মন জানান,

“কলকাতার দেশপ্রিয় পার্ক বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করেছিল, আমরা চন্দননগরে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী বানাচ্ছিলাম। প্রশাসনের নির্দেশ মেনে মণ্ডপের উচ্চতা কমানো হয়েছে। কিন্তু দমকা হাওয়ায় দুর্ঘটনাটা ঘটে যায়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রশাসনের একাধিক গাইডলাইন মেনে চলার পরও এই দুর্ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে। পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগও উঠতে শুরু করেছে।চন্দননগরবাসীর কাছে এবারের এই দুর্ঘটনা শুধুই এক মণ্ডপ ধস নয়— এক গর্বের স্বপ্নের ভাঙনও বটে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা এখনই শুরু? ধসে গেল চন্দননগরে সদ্য নির্মিত ৭৫ ফুটের 'বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী'! আহত ৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল