বৃষ্টি থেকে রক্ষা করতে তড়িহড়ি ত্রিপল দিয়ে জমি ঢাকার কাজ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কারণ ওই জমিগুলিতে রয়েছে পিঁয়াজের চারা। অতি বৃষ্টি হলে পচে যাবে চারা। তাই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে জমির পর জমি। ক্ষতির আশঙ্কায়, চারা বাঁচানোর জন্য তিপল দিয়ে জমি ছাউনি দেয়ার কাজ চালাচ্ছেন কালনার রামেশ্বরপুর এলাকার পেঁয়াজ চাষিরা।
advertisement
আরও পড়ুন : দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টির কোপ, দুর্যোগ মাথায় নিয়ে উদ্ধোধন! তাতেও উৎসাহে কমতি নেই দর্শকদের
এমনিতেই পিঁয়াজের বীজতলা তৈরি করতে বিঘে প্রতি ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। খুঁটি, ত্রিপল এবং মজুরি দিয়ে এক বিঘা জমিতে আরও অতিরিক্ত খরচ করতে হচ্ছে পেঁয়াজের বীজ তৈরি করা চাষিদের। কিন্তু বীজতলা তৈরি করতে তারা যেখরচ করেছেন, তা বাঁচাতে আরও অতিরিক্ত খরচ করতে হচ্ছে। ফলে অসময়ের বৃষ্টি যেমন কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, তেমনভাবে বা়িয়েছে পকেটের চাপ। অতিরিক্ত বৃষ্টি হলে পেঁয়াজের বীজ পচে যাবে। তাই সবরকম চেষ্টা চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এই এলাকায় বেশ কয়েকশো বিঘা জমিতে চাষ হয় পেঁয়াজ। কিন্তু এই পেঁয়াজের চারা নষ্ট হয়ে গেলে যেমন ক্ষতি হবে, তেমন আবার পেঁয়াজ চাষেও অনেক দেরি হয়ে যাবে। কারণ, পেঁয়াজের চারা তৈরি করতে গিয়ে নষ্ট হয়ে গেলে আবার চারা তৈরি করতে সময় লাগবে। তখন চাষেও দেরি হবে। আর সময় পেরিয়ে যাওয়ার পর চাষ করলে ফলন ভাল হবে না। তখন ক্ষতি আরও বাড়বে। তাই বা়চি খরচ করে চারা বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কৃষকরা।
