বুলবুলের তাণ্ডবে তছনছ জনপ্রিয় হয়ে ওঠা মৌসুনি দ্বীপ। এই দ্বীপে প্রায় ৪০টি কটেজ রয়েছে। কোথাও ভেঙে পড়েছে কটেজের চাল। তো কোথাও উপড়ে গিয়েছে গাছ। বেশিরভাগ কটেজেই ছিল টেন্ট। তাতেই রোমাঞ্চকর রাত কাটাতেন পর্যটকরা। সর্বত্র বুলবুলের ধ্বংসলীলা। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ধ্বংসলীলাকে পিছনে ফেলে নতুন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছেন কটেজ মালিকরা।
advertisement
আরও পড়ুন বুলবুলে চাষের ব্যাপক ক্ষতি, বিঘের পর বিঘে ফসল নষ্ট, জিনিসপত্রের আগুন দামের আশঙ্কা!
বুলবুলের দাপটে ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জি প্লটের। ক্রমশ জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠছিল এই প্রত্যন্ত এলাকা। শীতের আমেজ গায়ে মেখে অন্য বছর এই সময় পর্যটকরা ভিড় জমাতে শুরু করেন সুন্দরবনের গেটওয়ে ঝড়খালিতে। কিন্তু বুলবুলের দাপটে ভেঙে গিয়েছে কয়েকটি হোটেল। ভাঙা কাঠামোয় ফের নতুন ত্রিপল। হাতে গোনা পর্যটকদের জন্য পসরা সাজানোর চেষ্টা। পর্যটনের হাত ধরে একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছিল সুন্দরবনের গ্রামীণ অর্থনীতি। কয়েক ঘণ্টার ঝড় কেড়ে নিয়েছে সব কিছু।