কাশীপুর আদিবাসী ল্যাম্পস লিমিটেডের অন্যতম সদস্য নির্মল সরেন বলেন, “আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এই প্রতিযোগিতার মাধ্যমে ব্লকস্তরে প্রথম স্থান অর্জনকারী দল জেলা স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং সেখান থেকে রাজ্যস্তরেও প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে।”
advertisement
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার ঝাপটা মেদিনীপুরে, কতটা সমস্যায় চাষিরা! চাষের ক্ষতির ক্ষতিপূরণ কীভাবে মিলবে জানুন
অন্যদিকে পুরুলিয়ার কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ আদিবাসী সমাজ নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা সম্ভব হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শুধুমাত্র সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শন নয়, বরং আদিবাসী শিল্প, সংস্কৃতি ও প্রতিভাকে রাজ্য ও জাতীয়স্তরে তুলে ধরার এক নতুন দিগন্ত উন্মোচিত হল পুরুলিয়া জেলায়। সরকারের এমন পদক্ষেপে খুশি আদিবাসী সমাজও।





