এ বিষয়ে জেলার চাষিরা জানান , বছরের এই সময় তারা টমেটো চাষ করে থাকেন। মোটামুটি লাভ হয় তাদের। তবে এ-বছর টমেটো চাষ করে তাদের অনেকটাই লোকসান হয়েছে। প্রতি কেজি টমেটো এক টাকা থেকে দেড় টাকা কোনও কোনও জায়গায় পঞ্চাশ পয়সা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। চাষ করে তারা বিরাট সমস্যার মুখে পড়েছেন। ব্যাপক হারে চাষ হওয়ার কারণে এবারের টমেটোর দাম নেই। তাই বাধ্য হয়ে তারা নিজেদের চাষ করা টমেটো গবাদি পশুকে খাইয়ে দিচ্ছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
গ্রীষ্ম হোক কিংবা শীত টমেটোর চাহিদা বরাবরই থাকে হেঁসেলে। ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে ওঠা-নামা করে এই সবজির দাম। বহু চাষি তাই এই সবজির চাষ করে থাকেন। জেলা পুরুলিয়াতেও টমেটো চাষের বিরাট চাহিদা রয়েছে।
আরও পড়ুন : চড়ক উৎসবে এ কী কাণ্ড! শহর থেকে গ্রাম, দূর-দূরান্ত থেকে ঢল নামছে কাতারে কাতারে মানুষের, হচ্ছেটা কী?
অন্যান্য বছর টমেটো চাষ করে লাভবান হন জেলা চাষিরা। এ-বছর তাদের মুখে হতাশার ছাপ। কারণ এ-বছর এই টমেটো চাষ তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই লোকসান হয়ে গিয়েছে তাদের। এই ক্ষতিপূরণ তারা কী ভাবে করবেন সেই চিন্তাতেই চাষিরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি