বর্তমানে মেঘালয়ে কর্মরত ছিলেন এই সিআরপিএফ জওয়ান। ছুটি পেয়ে গত রবিবার বড়ঞা থানার কাটনা গ্রামের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার রাতে মোটরবাইক নিয়ে কান্দি থানার গোকর্ণ এলাকায় বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন। কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর কান্দি থানার মনোহরপুর এলাকায় একটি সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হন সৈদুল।
advertisement
গুরুতর আহত অবস্থায় এই সেনা জওয়ানকে উদ্ধার করে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে উপস্থিত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে কান্নার রোল গোটা পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত জওয়ানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দেশের সেবা করছিলেন সৈদুল। ছুটি কাটাতে বাড়ি ফিরে এসেছিলেন। গতকাল বন্ধুর বাড়ি যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। মৃত সিআরপিএফ জওয়ানের পরিবারে স্ত্রী, কন্যা সন্তান ও বাবা, মা রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের পর বুধবার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। আজ বিকেলে গান স্যালুটের মধ্যে দিয়েই সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত করেছে পুলিশ।






