উল্লেখ্য, ১৯৩৯ সালের ২৭ জুলাই ব্রিটিশ শাসনামলে ‘ক্রাউন রিপ্রেজেন্টেটিভস পুলিশ’ হিসেবে যাত্রা শুরু করেছিল সিআরপিএফ। সেই ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছর ২৭ জুলাই সিআরপিএফ জওয়ানরা নানা সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঝাড়গ্রামের কদমকাননের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ন থেকে শুরু হয় সাইকেল র্যালি। ডিয়ার পার্ক ঘুরে তারা ফিরে আসে সিআরপিএফ ক্যাম্পে। অংশগ্রহণ করেন ব্যাটেলিয়নের জওয়ান ও আধিকারিকরা। র্যালির মাধ্যমে শুধু পথ নিরাপত্তা নয়, বরং ফিটনেস-এর বার্তাও পৌঁছে দেন শহরের মানুষের কাছে।
advertisement
আরও পড়ুন: সাপে কামড়েছে? ঘাবড়ালে চলবে না…! ‘গোল্ডেন আওয়ার’কে কাজে লাগালেই সহজেই বাঁচতে পারে রোগীর প্রাণ
২০১৯ সালের ২৯ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর সূচনা করেছিলেন। সেই বার্তাও পুনরুচ্চারিত হয় এই র্যালিতে। ‘ফিট ইন্ডিয়া’ এবং ‘খেলো ইন্ডিয়া’-র মত প্রকল্পের সঙ্গে তাল মিলিয়ে, স্কুল-কলেজ থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত সাধারণ মানুষকে সচেতন করে তোলাই এই কর্মসূচির লক্ষ্য। সিআরপিএফ-এর এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু একদিনের র্যালি নয়—এ যেন এক নতুন দিশা। সুস্থ শরীর, সচেতন সমাজ ও নিরাপদ পথচলার বার্তা নিয়ে ঝাড়গ্রামের পথে-প্রান্তরে ছড়িয়ে পড়ল এক অনন্য উদাহরণ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পথ নিরাপত্তার পাশাপাশি সুস্থ ও সবল সমাজ গড়তে সিআরপিএফ এর তরফে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। দেশের নিরাপত্তার জন্য নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করেন সেনা জওয়ানরা। এবার দেশের নাগরিকদের সুস্থ সবল থাকার বার্তা দিতে রাজপথে নামল তারা। এদিন এই সাইকেল র্যালির পরেই ঝাড়গ্রাম কদমকানন সংলগ্ন সিআরপিএফ ১৮৪ নং ব্যাটেলিয়ানের ক্যাম্পের মাঠে হয় নানা ধরনের শরীরচর্চা ও খেলাধুলা। তাতে অংশগ্রহণ করেন আধাসেনাকর্তা থেকে জওয়ানরা। এই ধরনের উদ্যোগে খুশি ঝাড়গ্রাম জেলাবাসী।
তন্ময় নন্দী