এই বিশেষ দিনে ভক্ত সমাগমের কথা মাথায় রেখে, জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও চোখে পড়ে মন্দির চত্বরে। যাতে দূর-দূরান্ত থেকে আশা ভক্তদের কোনও রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল মন্দির কমিটির তরফ থেকে। ভক্তরা জানান, প্রতিবছর বাবা লোকনাথের টানে তারা আসেন এই চাকলা ধামে। বিশেষ পুজো ও প্রার্থনার মধ্যে দিয়ে বাবা লোকনাথের আরাধনা করা হয় এ দিন। মন্দির চত্বরে এদিন বিশ্ব শান্তিযোগ্যেরও আয়োজন করা হয়, যেখানে বহু ভক্ত পরিবার-পরিজনদের শুভ কামনায় প্রার্থনা করেন।
advertisement
তিরোধান দিবস উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে চাকলা মন্দির চত্বরও। এদিন বিশেষ ভোগেরও আয়োজন ছিল ভক্তদের জন্য। আগামী আরও দুদিন এই বিশেষ উৎসব চলবে বলেই জানা গিয়েছে মন্দির কমিটির তরফে। তিরোধান দিবস উপলক্ষে বাবা লোকনাথের কাছে পুজো দিতে জেলার পাশাপাশি নানা প্রান্ত থেকে ভক্তরা এসেছিলেন চাকলা মন্দিরে।
Rudra Narayan Roy





