TRENDING:

Alipurduar News: রাস্তায় গুটিয়ে পড়ে আছে বিশাল পাইথন! কাছ থেকে দেখতে জমে গেল ভিড়

Last Updated:

১৫ ফুটের অজগর দেখতে এশিয়ান হাইওয়েতে ভিড় জমালেন এলাকাবাসীরা। পাশাপাশি ভিড় দেখা গেল গাড়ির চালক এবং পথচারীদের। এলাকায় এর আগে এতো বড় অজগর দেখা যায়নি বলে জানালেন তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ১৫ ফুটের অজগর দেখতে এশিয়ান হাইওয়েতে ভিড় জমালেন এলাকাবাসীরা। পাশাপাশি ভিড় দেখা গেল গাড়ির চালক এবং পথচারীদের। এলাকায় এর আগে এত বড় অজগর দেখা যায়নি বলে জানালেন তারা।
advertisement

এশিয়ান হাইওয়ের পাশে রণবাহাদুর বস্তি, জলদাপাড়া জঙ্গলে ঘেরা এই বনবস্তি। সবসময় হাতি-সহ লেপার্ডের আনাগোনা দেখা যায় এলাকায়। প্রতিদিনের এই ঘটনায় অভ্যস্ত হয়ে গিয়েছেন স্থানীয়রা। তবে রাতে সুপরিবাগানে অদ্ভুত এক শব্দ শুনে টর্চ হাতে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: খেলোয়াড়রা খেলার সময় চ‍্যুইংগাম চিবোয় কেন বলুন তো? ভাবছেন শখ করে! আসল কারণ জানলে বিশ্বাসই হবে না

advertisement

এরপর যা দেখলেন তারা, যা দেখে তাঁদের চোখ কপালে উঠে যায়।বড় আকারের অজগর পেঁচিয়ে ছিল সুপরি গাছ।এশিয়ান হাইওয়ের পাশে এলাকা হওয়ার কারণে শোরগোল পরে যায় এলাকায়। গাড়ি চালকরা গাড়ি থামিয়ে দেখতে আসেন বিশালকার অজগরটি। খবর দেওয়া হয় নীলপাড়া রেঞ্জ দফতরে।

বনকর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করতে নাকানিচোবানি খান। একেই জনতার ভিড় তারওপর বাগে আনা যাচ্ছিলনা অজগরটিকে।নীলপাড়া রেঞ্জ-এর অফিসার বাবু দাস ছিলেন এই কাজে।তিনি জানান, “এত বড় অজগর কেউ দেখেনি বলেই ভিড়। সামনে তোর্ষা নদী, সেখান থেকেই এসেছে অজগরটি বলে আমাদের ধারণা। অজগর উদ্ধারের পর নিয়মমাফিক জঙ্গলে ছেড়ে দেই আমরা।”

advertisement

আরও পড়ুন: খুদে খুদে আলোতেই এত! দীপাবলিতে বাড়ি সাজাবেন টুনি বাল্ব দিয়ে? জানেন এই আলো জ্বললে কত খরচ হয় বিদ‍্যুত্‍? অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে

এক ঘন্টা চেষ্টার পর অজগরটিকে বাগে আনতে পারেন বনকর্মীরা। অজগর উদ্ধার পর্যন্ত এলাকায় ভিড় দেখা যায় সকলের। মুঠোফোনে অজগরের ছবি তোলেন তারা।

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Alipurduar News: রাস্তায় গুটিয়ে পড়ে আছে বিশাল পাইথন! কাছ থেকে দেখতে জমে গেল ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল