‘তারকা নেতা এনে ভিড় দেখাতে চাইছে বিজেপি। তাতে তাদের সদস্য সংখ্যা বাড়বে না।’ পূর্ব বর্ধমান জেলায় মিঠুন চক্রবর্তী সদস্য সংগ্রহ অভিযান করে যাওয়ার পর এমন মন্তব্য করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বিজেপির সদস্য হননি উপস্থিত পুরুষ মহিলার সিংহভাগই। বিজেপি নেতা প্রধানচন্দ্র পাল জানান উপস্থিত দু হাজারের বেশি বাসিন্দার মধ্যে সদস্য হয়েছেন মাত্র ২৮০জন। অন্য কোনও কারণ নয়,ছিল বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সেই উপলক্ষেই উপস্থিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুনকে দেখতে এলেন অনেকেই। চোখের দেখা দেখে বিদায় নিলেন। বিজেপির সদস্য হলেন না বেশিরভাগ বাসিন্দাই।
advertisement
জামালপুরের পাঁচড়ায় একটি হলে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান ছিল। মিঠুন চক্রবর্তী ঢুকতেই বাসিন্দাদের মধ্যে ব্যাপক উন্মাদনা, হুড়োহুড়ি চোখে পড়ে। দু হাজারেরও বেশি পুরুষ মহিলা উপস্থিত ছিলেন। বারবার অনুরোধ করেও কলরব থামাতে পারেননি মিঠুন। শেষে ‘আপনারাই বলুন’ বলে সভাকক্ষ ছাড়েন মিঠুন। এরপর পরই সেখান থেকে চলে যান বেশিরভাগ বাসিন্দারা। দু হাজারের বেশিজন উপস্থিত থাকলেও সদস্য হয়েছেন মাত্র 280 জন। বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?
তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস বলেন, ‘মিঠুন চক্রবর্তী নামি অভিনেতা। গ্রাম বাংলার ঘরে ঘরে অভিনেতা হিসেবে তাঁর বিরাট জনপ্রিয়তা রয়েছে। তাই মিঠুন চক্রবর্তীকে দেখতে জামালপুরের একটি হলে দু তিন হাজার বাসিন্দা ভিড় করেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে তিনশো জনও বিজেপির সদস্য হননি। এই জেলায় বিজেপি তাদের টার্গেটের ধারেকাছেও পৌঁছতে পারবে না।’ যদিও বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন, ‘আশি হাজার সদস্য করার লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। সোমবার পর্যন্ত সাড়ে পঁয়ষট্টি হাজার সদস্য করা গিয়েছে।’