TRENDING:

Crorepati Malik: কোটিপতির হাতে লুচি খান, চলে আসুন আপনাকে অবশ্যই আসতে হবে বীরভূমে

Last Updated:

Birbhum News: কোটিপতি হয়েও পূর্বপুরুষের দোকান চালাচ্ছেন এই ময়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বাইরে ঘুরতে এসেছেন তাহলে বাইরে এসে থাকার পাশাপাশি খাবার তো খেতেই হবে। অনেকের পছন্দ মুড়ি ঘুগনি অনেকের আবার লুচি তরকারি। রাস্তার ধারে কোনও হোটেলে অথবা ফুটপাতে লুচি পরোটা তরকারি খেয়েছেন। তবে যদি এবার আপনি কোটিপতির হাতে লুচি খেতে চাইছেন তাহলে আসতে হবে বীরভূমের কবিগুরুর লাল মাটির শহর বোলপুরের কঙ্কালীতালায়।
advertisement

তবে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ কোটিপতি কেন লুচি বিক্রি করছেন। তাহলে এই প্রসঙ্গে জেনে রাখুন লটারিতে কোটি টাকা জিতেও মাটিতে বসে লুচি ভাজছেন,কোটিপতি ময়রা।মাত্র ৫ সেমের তিনটি টিকিট ১৫০ টাকায় কিনে রাতারাতি কোটপতি হয় গেলেন ময়রা চঞ্চল দে। ৫১ পীঠের অন্যতম সতীপীঠ বোলপুর কঙ্কালীতালাতে তার ছোট একটি মিষ্টি লুচি এবং তেলে ভাজার দোকান রয়েছে।

advertisement

আরও পড়ুনBody Pain Relief Tips: পিঠ-কোমরের ব্যথা বলবে বাই বাই, ‘পারফেক্ট’ মহৌষধি! সকালেই করে ফেলুন এই কাজ, দিনভর শরীর থাকবে ফুরফুরে

সেখানেই দীর্ঘদিন ধরে ব্যবসা করেন তিনি। তবে হঠাৎ কোটিপতি হওয়াতে আগত পর্যটকেরা এবং স্থানীয় বাসিন্দারা দোকনের নতুন নাম দিয়েছে কোটিপতির মিষ্টির দোকান। কোটিপতি হবার পরেও আজও তিনি মাটিতে বসে লুচি জিলাপী ভাজছেন,এমনকী দোকানে ক্রেতাদের আগের মতই পরিষেবা ও দিচ্ছেন।কোটিপতি চঞ্চল দে জানান যে উনি আগের মতই তাদের পূর্বপরুষের দোকান এভাবে চালিয়ে যাবেন।

advertisement

View More

পরিবারে ৪ সদস্য ছেলে -ও মেয়েদের ভবিষ্যতের চিন্তা তার মেয়ে এই মহুর্তে M.A পড়ছেন।তার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তার একটা বাড়ির করার ইচ্ছা,আমড়হরা গ্রামে।দোকানে খেতে আসা আমজনতা বলছেন এটা সুখবর তো অবশ্যই ,মা কঙ্কালীর কৃপায় হয়েছে সব কিছু।আমরা কোটিপতির হাতে লুচি,ঘুগনী ,চা মিষ্টি খেতে পাচ্ছি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crorepati Malik: কোটিপতির হাতে লুচি খান, চলে আসুন আপনাকে অবশ্যই আসতে হবে বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল