উল্লেখ্য, মাছ ধরার সময় এক মৎস্যজীবীকে নদীতে টেনে নিয়ে গিয়েছিল কুমির। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাথর প্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর সুরেন্দ্রগঞ্জের গঙ্গারাম ঘাট এলাকায়। নিখোঁজ যুবকের নাম শঙ্কর হাতি। বয়স আনুমানিক ৪০ বছর। নিঁখোজ ব্যক্তির খোঁজে শুরু হয় উদ্ধারকাজ। বেশ কয়েকঘন্টা পরে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : ভয়ঙ্কর রাত শেষ হল না, তার আগেই হু-হু করে জল ঢুকল ঘরে! মহানন্দার বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা
advertisement
জানা গিয়েছে, মৃত ব্যক্তি স্থানীয় ওই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকালে জাল নিয়ে শঙ্করবাবু জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ হঠাৎই একটি কুমির এসে তাঁকে টেনে নিয়ে নদীতে চলে যাচ্ছিল। সেই সময় তিনি চিৎকার করতে থাকেন। তখন স্থানীয় এক বাসিন্দা বিষয়টি দেখতে পান। তিনি গ্রামবাসীদের খবর দেন। সঙ্গে সঙ্গে নদীতে শঙ্করের খোঁজে তল্লাশি শুরু হয়।
আরও পড়ুন : সুন্দরবনের লোকশিল্পীরা মাতিয়ে দিলেন পুজো কার্নিভাল! টাকি রোডে উৎসব দেখে মাতোয়ারা আট থেকে আশি
তবে রাত পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। তারপর এদিন সকাল থেকে নতুন করে খোঁজ চালানো শুরু হয়। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বন দফতরের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে হাজির হয়। সকালে বেশ কিছুক্ষণ উদ্ধারকাজ চালানোর পরে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে কাকদ্বীপ হাসপাতালের মর্গে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।