ধৃতকে আজ মঙ্গলবার রামপুরহাট আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালত। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায় ১৩ই অক্টোবর বিকেলে, খেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টারে নিয়ে যায় অভিযুক্ত ওই যুবক নাবালিকাকে। এরপর সন্ধ্যা দিকে তৃতীয় শ্রেণীর ও ছাত্রী বাড়ি ফিরে তার মা কে সব কিছু জানালে, পরিবার নলহাটি থানার দারস্ত হন।
advertisement
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। অপু বাউরি, ফিরদৌস শেখ এবং শেখ রিয়াজউদ্দিন-সহ মোট পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।