তার কাছ থেকে মন্দির থেকে চুরি হওয়া গয়নার বেশ কিছুটা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। কালী পুজোর পরে পরেই ১৩ নভেম্বর ভাতার থানা এলাকার ওরগ্রামের তিনটি মন্দির থেকে একই রাতে তিনটি কালী প্রতিমার গায়ে থাকা চার ভরি সোনা ও ১২০ ভরি রুপোর গহনা চুরি যায়। তিনটি মন্দিরের সেবাইতরা এই বিষয়ে ভাতার থানায় পরের দিন লিখিত অভিযোগ দায়ের করে।
advertisement
সেই থেকেই চুরির ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ সেভাবে কোনও কিছু পায়নি। শুক্রবার বিকেলে বলগোনা এলাকায় একটি সোনা-রূপোর দোকানে চুরি করা গহনা বিক্রি করতে এসে ধরা পড়ে নন্দন নাথ নামে এক যুবক। ধৃতের কাছ থেকে পুলিশ ৫৩ হাজার টাকা, ৫৬ গ্রামের একটি রুপোর মুন্ডমালা ও একটি নতুন মোবাইল ফোন উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, অভিযোগ পাবার পর থেকেই পুলিশ বিভিন্নভাবে এই চক্রটিকে ধরার জন্য কাজ করছিল। একটি সূত্র ধরে পুলিশ ধৃত ব্যক্তির ছবিও পেয়েছিল। সেই ছবিও বিভিন্ন জায়গায় দেখিয়ে রেখেছিল পুলিশ। চুরি করা গহনা বিক্রি করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়েছে ওই যুবক।
আরও পড়ুন, ম্যাজিকের মতো কমে যাবে ইলেকট্রিক বিল! ঘরে করুন ছোট্ট এই ৫ বদল, বাঁচবে অনেক খরচ
আরও পড়ুন, ছেলেকে দেখার ইচ্ছাপূরণ আর হল না! রেললাইনে মর্মান্তিক কাণ্ড শিক্ষকের সঙ্গে
কাটোয়া থানার শ্রীখন্ডের বাসিন্দা নন্দন নাথকে সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে হেফজতে নিয়ে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা, বাকি সমস্ত গহনা কোথায় রয়েছে তা জানার চেষ্টা করবে পুলিশ।
ওড়গ্রাম নতুনপাড়ার ক্ষেপিমা কালী, রায়পাড়ার বড়মা ও ছোটমা কালী মন্দিরে চুরি যায়। তিনটি মন্দিরের প্রতিমার গায়ে থাকা সোনার গহনা চুরি করে গা ঢাকা দেয় নন্দন। জানা গিয়েছে, এর আগেও মঙ্গলকোট এলাকায় মন্দির থেকে গহনা চুরির ঘটনায় সে জেল খেটেছে।