আরও পড়ুনঃ ১৭ বছরের শুটারকে যৌন হেনস্থার অভিযোগ, জাতীয় শুটিং কোচ অঙ্কুশ ভরদ্বাজের বিরুদ্ধে পকসো মামলা
গলায় গামছা জড়িয়ে কোনভাবে প্রাণে বেঁচে যায় মোটরসাইকেল চালক। এই ঘটনা তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় টামনা থানার পুলিশ। অপরাধের নেপথ্যে ছিল একটি অনলাইনে পরিচয় ও ঘনিষ্ঠতার গল্প। ২০২৩ সালে জনপ্রিয় অনলাইন গেম “ফ্রি ফায়ার”-এর মাধ্যমে পুরুলিয়ার নির্মলের সঙ্গে পরিচয় হয় নদিয়ার তিথি বিশ্বাস (২০)-এর। সময়ের সঙ্গে সেই সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়। তদন্তে উঠে আসে, তিথি নির্মলকে বারবার অপরাধে জড়াতে উসকানি।
advertisement
দ্রুত টাকা রোজগার করে একসঙ্গে বিলাসবহুল জীবনযাপনের স্বপ্ন থেকেই অপরাধ জগতে প্রেমিক প্রেমিকা। তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত নির্মল গরাইকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করেই নদিয়া জেলার ধনতলা থানা এলাকা থেকে তিথি বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তিথি বিশ্বাসের বাড়ি উত্তর ২৪ পরগনার বাগদা থানার আউলডাঙা গ্রামে।
