TRENDING:

Crime News: জমি বিবাদের জের আক্রান্ত মা-ছেলে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মা! গ্রেফতার এক

Last Updated:

Crime News: জমি বিবাদের জের আক্রান্ত এক স্কুল ছাত্র ও তার মা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা, গ্রেফতার এক। বসিরহাট থানার মধ্যমপুর টাকি রোডের ধারের ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, অনুপম সাহা: জমি বিবাদের জের আক্রান্ত এক স্কুল ছাত্র ও তার মা , আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা, গ্রেফতার এক। বসিরহাট থানার মধ্যমপুর টাকি রোডের ধারের ঘটনা। দীর্ঘদিন ধরে মনিরুল গাজির পরিবারের সঙ্গে সেরিনা বিবি ও তার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বাসে আগুন! ঘটনাস্থলে দমকল

আজ, মঙ্গলবার দুপুরে মনিরুল গাজি প্রথমে সেলিনা বিবিদের দোকানে যায়, সেখানে সেলিনা বিবির ছেলে রায়হান গাজিকে মারধর করে এবং সেখান থেকে সেলিনা বিবির বাড়িতে আসে। সেলিনা বিবির বাড়িতে এসে সেলিনা বিবিকে লোহার রড বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। এলাকার মানুষ এসে সেলিনা বিবিকে উদ্ধার করে  এবং রক্তাক্ত অবস্থায় সেলিনা বিবিকে ও তার ছেলেকে বসিরহাট সুপার স্পেশ‍্যালিটি হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সেলিনা বিবিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে নিলেও রায়হান গাজিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় ডাক্তার। এই ঘটনার পরেই মনিরুল গাজী এলাকায় ছেড়ে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ মনিরুল গাজীকে ধরে ফেলে ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: জমি বিবাদের জের আক্রান্ত মা-ছেলে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মা! গ্রেফতার এক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল