পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোক তাঁর স্ত্রী সবিতাকে খুন করে আত্মসমর্পণ করেছেন। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে তিনি দিদির কাছে যান। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণামও করেন।
আরও পড়ুনঃ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট-বাড়ি! জল কমতেই তৎপর প্রশাসন, দূর হবে ঘাটালবাসীর যন্ত্রণা
জানা যাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল। অশোকের দিদি চন্দনা, খুড়তুতো দাদা সহৃদ, বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান, গতকালও দু’জনের মধ্যে চরম অশান্তি হয়। রোজ দু’জনে ঝগড়া করতেন। বর্তমানে কোনও কাজও করতেন না অশোক। ধার-দেনাও করেছিলেন। যদিও সেই নিয়ে অশান্তি নাকি অন্য কারণে খুন সেটা তাঁদের জানা নেই।
advertisement
জানা যাচ্ছে, গতকাল রাতেও অশোক ও সবিতার মধ্যে প্রচুর অশান্তি হয়। আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে পাশেই থাকা দিদির কাছে যান। ত্রিবেণীতে ছোড়দির বাড়ি। তাঁকে ফোন করে স্ত্রীকে খুন করার কথা জানান।
অন্যদিকে স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।