TRENDING:

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! তারপর থানায় গিয়ে...! হাড়হিম করা ঘটনা উত্তরপাড়ায়

Last Updated:

জানা যাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোন্নগর, হুগলি, রানা কর্মকারঃ স্ত্রীকে খুনের পর দিদিকে প্রণাম! ইতিমধ্যেই থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর মাস্টারপাড়ায়। মৃতার নাম সবিতা চট্টোপাধ্যায় (৫৮)। স্বামী অশোক চট্টোপাধ্যায় কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উত্তরপাড়া থানা। ফাইল ছবি
উত্তরপাড়া থানা। ফাইল ছবি
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অশোক তাঁর স্ত্রী সবিতাকে খুন করে আত্মসমর্পণ করেছেন। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে তিনি দিদির কাছে যান। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণামও করেন।

আরও পড়ুনঃ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট-বাড়ি! জল কমতেই তৎপর প্রশাসন, দূর হবে ঘাটালবাসীর যন্ত্রণা

জানা যাচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল। অশোকের দিদি চন্দনা, খুড়তুতো দাদা সহৃদ, বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান, গতকালও দু’জনের মধ্যে চরম অশান্তি হয়। রোজ দু’জনে ঝগড়া করতেন। বর্তমানে কোনও কাজও করতেন না অশোক। ধার-দেনাও করেছিলেন। যদিও সেই নিয়ে অশান্তি নাকি অন্য কারণে খুন সেটা তাঁদের জানা নেই।

advertisement

জানা যাচ্ছে, গতকাল রাতেও অশোক ও সবিতার মধ্যে প্রচুর অশান্তি হয়। আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে পাশেই থাকা দিদির কাছে যান। ত্রিবেণীতে ছোড়দির বাড়ি। তাঁকে ফোন করে স্ত্রীকে খুন করার কথা জানান।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

অন্যদিকে স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! তারপর থানায় গিয়ে...! হাড়হিম করা ঘটনা উত্তরপাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল