বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট-বাড়ি! জল কমতেই তৎপর প্রশাসন, দূর হবে ঘাটালবাসীর যন্ত্রণা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
প্লাবিত ঘাটালে বন্যার জল কমতেই ক্ষতিগ্রস্ত রাস্তা সহ একাধিক বিষয়ে তৎপর প্রশাসন
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ বন্যার জলে প্লাবিত হয়েছিল ঘাটাল। চারিদিকে জল থইথই পরিস্থিতি। চরম সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। তবে বিগত কিছুদিনে পরিস্থিতির বদল হয়েছে। প্লাবিত ঘাটালে বন্যার জল কমতেই এবার ক্ষতিগ্রস্ত রাস্তা সহ একাধিক বিষয়ে তৎপর প্রশাসন।
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর। বেশ কিছু জায়গার বিদ্যুৎ বিচ্ছিন্ন। তাই এবার তৎপরতার সঙ্গে যাতে সমস্ত জায়গা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হল। এই নিয়ে ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ একাধিক জনপ্রতিনিধির উপস্থিতিতে একটি বৈঠক হল।
advertisement
আরও পড়ুনঃ প্রতিবেশীর ‘লালসা’র শিকার নাবালিকা! দিনের পর দিন অত্যাচার, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল ঘাটাল। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর। বেশ কিছু অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যার জল কমতেই সব জায়গা স্বাভাবিক ছন্দে ফেরাতে উদ্যোগী প্রশাসন।
advertisement
এই নিয়ে ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ একাধিক জনপ্রতিনিধি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 12:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট-বাড়ি! জল কমতেই তৎপর প্রশাসন, দূর হবে ঘাটালবাসীর যন্ত্রণা