ঘটনা সূত্রপাত বুধবার ভোরবেলা, দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরে প্রদীপ সরকার (৪০) হেঁটে যাচ্ছিলেন। সেই সময়েই ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে এসে পড়ায় বাগ বিতণ্ডা শুরু হয়। গোকুলের পরিবারের পক্ষ থেকে জানান হয় ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন প্রদীপ।
আরও পড়ুন: ডাক বিভাগের বিশেষ উদ্যোগ! বাংলার বেলুড় মাঠের ছবি পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে
advertisement
অন্যদিকে, অভিযোগ, প্রদীপকে বেধড়ক মারতে শুরু করেন গোকুল। তাঁর বুকের উপর বসে চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
আরও পড়ুন: কাল থেকে নিজে না খেয়ে ‘ওদের’ জন্য রান্না করেন! সন্তান-হারা এই মায়ের কাহিনি অবাক করবে
জোর করে তাঁকে ঘরের ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন গোকুল। এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হয়। তাঁকে মারধর করা বলে অভিযোগ। গোকুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দক্ষিণ দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এরপরে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরই সঙ্গে প্রদীপ সরকার নামে ওই যুবককেও আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁরও চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
