TRENDING:

Crime Against Minor Girl: নাবালিকাকে ধ*র্ষ*ণ, ২৯বছর পর সাজা পেল ধ*র্ষ*ক, যাবজ্জীবনের সাজা কোর্টের 

Last Updated:

Rape of Minor: ১৯৯৬ সালে এক দুপুর বেলা আট বছরের নাবালিকা শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দুরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সেই গ্রামেরই এক যুবক বাবর শেখ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর: দীর্ঘ ২৯ বছর পর নাবালিকা ধর্ষণের মামলায় শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারপতি। আদালত সূত্রে জানা গিয়েছে, ১৯৯৬ সালে সাগরদিঘী থানায় এক নাবালিকাকে নির্মমভাবে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকার এক বাসিন্দা বাবর শেখের বিরুদ্ধে। দীর্ঘ ২৯ বছর ধরেই বিভিন্ন কারণে মামলাটি চলে। পরবর্তীতে শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক শুভদীপ বিশ্বাস  বাবর শেখকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেন এবং শুক্রবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়াও অভিযুক্তকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়।
আট বছরের নাবালিকাকে রেপে অভিযুক্তের ২৯ বছর বাদে সাজা
আট বছরের নাবালিকাকে রেপে অভিযুক্তের ২৯ বছর বাদে সাজা
advertisement

জঙ্গিপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, ১৯৯৬ সালে এক দুপুর বেলা আট বছরের নাবালিকা শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দুরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সেই গ্রামেরই এক যুবক বাবর শেখ। গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে ভর্তি করা হয় সাগরদিঘী হাসপাতালে।

আরও পড়ুন – KKR Star Sunil Naraine’s New Record: শুধু শুধুই শাহরুখের ‘জানেমন’ নন, সুনীল কাঁটা পেরোতে নাকের জলে, চোখের জলে ব্যাটাররা, কেকেআর তারকার দারুণ নজির

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শারীরিক বাধাকে তুড়িতে উড়িয়েছেন! ১৫০ টাকায় শুরু ব্যবসাই বদলে দিয়েছে বাসুদেবের জীবন...
আরও দেখুন

পরবর্তীতে নাবালিকার বাবা সাগরদিঘী থানায় বাবর শেখের নামে লিখিত অভিযোগ করে। এই মামলায় কলকাতা থেকে দু’জন চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হয়। আট বছরের নাবালিকা মেয়েটির ও গোপন জবানবন্দি নেওয়া হয়। মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য দানের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক শুভদীপ বিশ্বাস এবং শুক্রবার  দোষী বাবর শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানাও ধার্য করেন। বিভিন্ন আইনি জটিলতার কারণে মামলাটি এত দীর্ঘমেয়াদী হয়েছে। এত বছর মামলা চলার পর এই রায়দান পেয়ে নির্যাতিতার পরিবারের বিচার পেয়ে খুশি প্রকাশ করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime Against Minor Girl: নাবালিকাকে ধ*র্ষ*ণ, ২৯বছর পর সাজা পেল ধ*র্ষ*ক, যাবজ্জীবনের সাজা কোর্টের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল