জঙ্গিপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, ১৯৯৬ সালে এক দুপুর বেলা আট বছরের নাবালিকা শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কিছুটা দুরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে সেই গ্রামেরই এক যুবক বাবর শেখ। গুরুতর আহত অবস্থায় নাবালিকাকে ভর্তি করা হয় সাগরদিঘী হাসপাতালে।
advertisement
পরবর্তীতে নাবালিকার বাবা সাগরদিঘী থানায় বাবর শেখের নামে লিখিত অভিযোগ করে। এই মামলায় কলকাতা থেকে দু’জন চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হয়। আট বছরের নাবালিকা মেয়েটির ও গোপন জবানবন্দি নেওয়া হয়। মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য দানের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক শুভদীপ বিশ্বাস এবং শুক্রবার দোষী বাবর শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানাও ধার্য করেন। বিভিন্ন আইনি জটিলতার কারণে মামলাটি এত দীর্ঘমেয়াদী হয়েছে। এত বছর মামলা চলার পর এই রায়দান পেয়ে নির্যাতিতার পরিবারের বিচার পেয়ে খুশি প্রকাশ করেছে।






