বহরমপুরে লোকসভার অন্তর্গত কান্দিতে মোহনবাগান মাঠে এসে খুদেদের সঙ্গে হাত মিলিয়ে ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করলেন। অন্যদিকে, সদর বহরমপুর শহরের প্রাণ কেন্দ্র ব্যারাক স্কোয়ার ময়দানে সন্ধ্যায় ক্রিকেট খেলেন। ব্যাট হাতে অন্য ভুমিকায় ইউসুফ পাঠানকে দেখা যেতেই ছক্কা মারেন তিনি। আর তার এক ঝলক খেলা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন।
advertisement
বহরমপুর লোকসভা কেন্দ্রে এবছর হাই ভোল্টেজ ফাইট। একদিকে টানা পাঁচ বারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, অন্য দিকে বহরমপুরের সু চিকিৎসক ডাঃ নির্মল সাহা। আর তাদের বিপক্ষে আছেন ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান।
নিত্যদিন চলছে বিধানসভা ভিত্তিক কর্মীসভা। অন্য দিকে যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে কোথাও ব্যাটে, বলে, টি-শার্টে অটোগ্রাফ দিচ্ছেন ইউসুফ। কোথাও বা আবার সাধারণ মানুষের কাছে মিশে গিয়ে সেলফি তুলে জনসংযোগ করছেন। তবে মাঠে নেমে তার ছক্কা হাঁকানো দেখে অনেকেই প্রবল উৎসাহিত।
চতুর্থ দফায় বহরমপুর লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচন কে কেন্দ্র করে ইতি মধ্যেই সমস্ত রাজনৈতিক দল তারা তাদের নিজেদের মতো করেই ভোটের নির্বাচনী প্রচার করছেন । তবে সাধারণ ভোটারদার কাছে একটা বাড়তি অ্যাটভান্টেজ ক্রিকেটার ইউসুফ পাঠান। যাকে অনেকেই দুর থেকে মাঠে খেলতে দেখেছেন বাইশ গজের পিচে বা টিভির পর্দায়, তাঁকে সরাসরি দেখতে পেয়ে আপ্লুত খুদে ক্রিকেটার থেকে সাধারণ মানুষ সকলেই।
কৌশিক অধিকারী