TRENDING:

বাইকের হর্ন বাজানো নিয়ে ঝামেলা! দিনেদুপুরে রাস্তার উপর ক্রিকেটারের করুণ পরিণতি

Last Updated:

Murder Case: দিনের আলোয় এমন ঘটনা! তাও ভিড় রাস্তার উপর!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবগ্রাম:  নবগ্রামের রামানন্দপুর গ্রামে ক্রিকেট খেলতে গিয়েছিলেন জারুলিয়া গ্রামের বাসিন্দা তারক ঘোষ। খেলা শেষে মোটরবাইকে তারক ও আরও দুই বন্ধু বাড়ি ফিরছিলেন। তখনই নবগ্রাম কিষানমান্ডির কাছে মারধর করা হয় হর্ন বাজানোকে কেন্দ্র করে বচসা হয়।
advertisement

পলসনডা নবগ্রাম রাস্তার নবগ্রামের কাছে একদল যুবকের সঙ্গে মোটর বাইকে হর্ন বাজানো নিয়ে গন্ডগোলের শুরু হয়। রাস্তা দিয়ে একদল যুবক যাওয়ার সময় হর্ন বাজালে সরে যায়নি। এই নিয়েই শুরু হয় গন্ডগোল।

তার পর গাড়ি থেকে নামিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত হয় তারক সহ আরও দুজন।গুরুতর আহত অবস্থায় তাদের নবগ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তারককে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

আরও পড়ুন- মাধ্যমিক ইতিহাসের ৪ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়

মৃত তারক ঘোষের মামা পলাশ ঘোষ বলেন, নবগ্রাম কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় বচসার শুরু। সেখানে ঝামেলা মিটে গেলেও পলসন্ডা মোড় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আসতেই আবারও ঝামেলা শুরু হয়। ব্যাট ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

advertisement

দুই পক্ষের মধ্যে মারামারির জেরে গুরুতর আহত হয় তিন যুবক। স্থানীয়দের তৎপরতায় পলসন্ডা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিন যুবকের মধ্যে তারক ঘোষ নামে এক যুবকের মৃত্যু হয় বলে জানায় চিকিৎসকেরা।

আরও পড়ুন- কাটুম কুটুম এনেছে দেশী বিদেশী খেতাব, শিল্পকে বাঁচাতে মেলেনি সরকারি সাহায্য!

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

স্থানীয় বাসিন্দা বৃন্দাবন মিস্ত্রি বলেন, মোটর বাইকে হর্ন বাজানো নিয়ে গন্ডগোল। তার জেরে বেধড়ক মারধর করা হয় তিনজনকে। তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যায় পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের খোঁজের তল্লাশি চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইকের হর্ন বাজানো নিয়ে ঝামেলা! দিনেদুপুরে রাস্তার উপর ক্রিকেটারের করুণ পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল