অংশগ্রহণ করেছে ৮টি ক্রিকেট দল। যার মধ্যে ১০ জন খেলোয়াড় ঝাড়গ্রাম জেলার। ৭ দিনে ফাইনাল সহ মোট ১৭ টি খেলা অনুষ্ঠিত হবে। ঝাড়গ্রাম জেলায় এই প্রথম এই ধরনের ক্রিকেট লীগ হওয়ায় ক্রিকেট খেলার গুরুত্ব বাড়ছে খেলা প্রেমীদের কাছে। ঝাড়গ্রাম বার্নার বয়সের সাধারণ সম্পাদক শুভজিৎ মৈত্র বলেন,”দিনের পর দিন যুবসমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে মাঠমুখী করার জন্যই আমাদের এই ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে। নকআউট ক্রিকেট টুর্নামেন্ট কেবলমাত্র ১ থেকে ২ দিনের জন্য আয়োজিত হয়।
advertisement
আরও পড়ুন : গোটা বছর অপেক্ষা আর পুজো এলেই ডাক পড়ে ,পরিবার ছেড়ে ‘ওরা’ দিন কাটায় মন্ডপে রোজগারের আশায়
কিন্তু ক্রিকেট লীগ দীর্ঘ সময় পর্যন্ত করা সম্ভব। তাই যুব সমাজকে ক্রিকেট খেলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমাদের এই ক্রিকেট লীগের আয়োজন। এই প্রথম এই ধরনের লীগের ভাবনা চিন্তা আগামী দিনে আরও বড় আকারের করারও ভাবনাচিন্তা রয়েছে”। ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন,” ঝাড়গ্রাম জেলায় এই প্রথম এই ধরনের ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের আমি সাধুবাদ জানাই। বর্তমান দিনে যুব সমাজকে মাঠ মুখি করার জন্য এই ধরনের খেলার প্রচলন আরও বৃদ্ধি করা প্রয়োজন”।
আরও পড়ুন : ফের শিরোনামে লালগড় থানার পুলিশ! কারণ জানলে অবাক হবেন, কী এমন করল?
২২ গজের খেলাকে কেন্দ্র করেই তরুণ প্রজন্মকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে ঝাড়গ্রাম। মোবাইল ছেড়ে মাঠে আসার বার্তা কার্যত কার্যকর হতে চলেছে উদ্যোক্তাদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আগামীদিনে এভাবে কিছুটা হলেও যুব সমাজের মোবাইল আসক্তি কমানো যেতে পারে বলে মনে করছেন আয়োজকরা।
বুদ্ধদেব বেরা