জানা গিয়েছে, চন্দ্রকোনা পৌরসভার আলমপুরের বাসিন্দা পার্বতী মাইতির দাবি, কয়েকদিন আগেই তার মোবাইলে একটি ফোন আসে পঞ্জাব ব্যাঙ্কের নাম করে। তাঁকে বলা হয় আপনার নামে একটি নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে, আপনি ক্রেডিট কার্ডটি নিতে কি ইচ্ছুক? কিন্তু পার্বতীবাবু জানিয়ে দেন, তার অন্য ক্রেডিট কার্ড আছে। তিনি ক্রেডিট কার্ড নিতে ইচ্ছুক নন।
advertisement
আরও পড়ুন: কংগ্রেসকে বাংলায় কটা আসন ছাড়বে তৃণমূল? চমকে ওঠা সংখ্যা, আদৌ রাজি হবে হাত শিবির?
অপর প্রান্তের ব্যক্তির সঙ্গে তিনি যখন কথা বলছেন, ঠিক তখনই মোবাইলে পরপর দুটি মেসেজ আসে। মেসেজে দেখা যায় এসবিআই ক্রেডিট কার্ড থেকে দুই দফায় টাকা কাটা হচ্ছে। প্রথম দফায় ৯৭২৮ টাকা, দ্বিতীয় দফায় ৯৭৮০ টাকা। তৎক্ষণাৎ পার্বতীবাবু বুঝতে পারেন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন।
আরও পড়ুন: ২ সপ্তাহের মধ্যে স্কুল পরিদর্শককে অপসারণের সুপারিশ, বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
অপর প্রান্তের ব্যক্তির ফোনটি কেটে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে পার্বতীবাবু। তাঁর আরও দাবি, ওই ব্যক্তির ফোন কাটার পরে অটোমেটিক্যালি তাঁর মোবাইলে সুইচ অফ হয়ে যায়, কিন্তু তাঁর মোবাইল অন হলে তিনি আর সেই নম্বরটি দেখতে পাননি। দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে ব্যাঙ্ক লিখিত আকারে সমস্ত বিষয়টি জানানোর কথা বলেন, এমনকি এসবিআই-এর ক্রেডিট কার্ড দফতরেও লিখিত আকারে আবেদন জানান। পুলিশেও অভিযোগ জানান। গোটা ঘটনায় চন্দ্রকোনা জুড়ে চাঞ্চল্য পড়ে গিয়েছে। এদিকে পার্বতীবাবুর দাবি, তাঁর কষ্টের উপার্জনের টাকা যেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে ফেরত দেন। টাকা ফেরতের আশায় বিভিন্ন দফতরে লিখিত আকারে অভিযোগ জানাচ্ছেন তিনি।