Justice Abhijit Ganguly: ২ সপ্তাহের মধ্যে স্কুল পরিদর্শককে অপসারণের সুপারিশ, বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Justice Abhijit Ganguly: অন্য দফতরে চাকরি করতে পারেন, কিন্তু ওই পদে থাকার যোগ্য নন। এমনই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
কলকাতা: অমানবিক মুর্শিদাবাদের জেলা স্কুল পরিদর্শক। পদ থেকে ২ সপ্তাহের মধ্যে অপসারণের সুপারিশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি (জেলা স্কুল পরিদর্শক) অন্য দফতরে চাকরি করতে পারেন, কিন্তু ওই পদে থাকার যোগ্য নন। এমনই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
প্রসঙ্গত, ২০২২ সালে সন্তানের অসুস্থতার জন্য বদলির আবেদন জানান মুর্শিদাবাদের বালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বনানী ঘোষ। যদিও তাঁর আবেদন মঞ্জুর করেননি জেলা স্কুল পরিদর্শক। জেলা স্কুল পরিদর্শকের দাখিল করা রিপোর্টে অখুশি আদালত।
advertisement
advertisement
৩ সপ্তাহের মধ্যে বনানী ঘোষকে বাড়ির কাছের স্কুলে বদলি করার নির্দেশ। ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
আবেদনকারী শিক্ষিকা বনানী ঘোষের আইনজীবী উজ্জ্বল রায় জানান, ওই শিক্ষিকার সন্তান Duchene Muscular Dystrophy নামের মাংসপেশীর বিরল রোগে আক্রান্ত। যে রোগে ধীরেধীরে মাংসপেশী শিথিল হয়ে পড়ে, ফলে হার্ট এবং ফুসফুসের উপর তা প্রাণঘাতী প্রভাব ফেলে। অথচ স্কুল পরিদর্শকের রিপোর্টে এই বিষয়টিই ঠিক ভাবে উল্লিখিত নয়। যা নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 26, 2023 2:00 PM IST






