বিজেপি-র মিছিলে এই দৃশ্য়ে কোনও অস্বাভাবিকতা নেই। কিন্তু হুগলির পোলবায় আবাস যোজনা, একশো দিনের কাজে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে বিজেপি-র একটি মিছিল নিয়েই রাজ্য় রাজনীতিতে হঠাৎ চর্চা। কারণ ওই মিছিলে পদ্মফুল আঁকা বিজেপি-র গেরুয়া পতাকার সঙ্গেই দেখা গেল তারা-হাতুড়ি-কাস্তে আঁকা সিপিএমের লাল পতাকা! বিজেপি-র মিছিলেই দলীয় পতাকা নিয়ে পা মেলালেন বেশ কয়েকজন সিপিএম কর্মী-সমর্থক।
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! ভোটের পরেও চলছে অশান্তি
এই ঘটনা সামনে আসার পর যথারীতি অস্বস্তিতে পড়েছে সিপিএম নেতৃত্ব। কারণ নিচুতলাতেও যে বিজেপি-র সঙ্গে কোনওরকম সংস্রব রাখা চলবে না, বার বার দলের নেতা-কর্মীদের সেই নির্দেশ দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।
এ দিন দুপুরে হুগলির পোলবার হারিট অঞ্চলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে মিছিলের আয়োজন করেছিল বিজেপি। হোরপুর তেমাথা মোড় থেকে শুরু হয় মিছিল। শেষ হয় হারিট গ্রাম পঞ্চায়েতের অফিসে। উপস্থিত ছিলেন হুগলী সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ সভাপতি গোপাল উপাধ্যায়রা।
সেই মিছিলেই যোগ দেন এলাকার সিপিএমের বেশ কয়েক জন নেতা, কর্মী। তাঁদের বক্তব্য় স্পষ্ট, আবাস যোজনা, একশো দিনের কাজের দুর্নীতির কারণে তাঁরাও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সেই কারণেই বিজেপি-র মিছিল হলেও দাবি আদায়ে একসঙ্গে মিছিলে পা মিলিয়েছেন।
মিছিলে যোগ দেওয়া শম্ভু মিদ্দির নামে একজন বলেন, 'আমরা সিপিএম করতাম। কিন্তু এখন সিপিএমের কেউ আমাদের কাছে আসে না। আমরা সরকারি প্রকল্পে ঘর পাচ্ছি না। তাই বাধ্য় হয়েই এদের (বিজেপি-র) সঙ্গে এখানে এসেছি।'
আরও পড়ুন: 'টাকা ফেরতের দাবিতে কালীঘাটের দিকে চলো', চাকরি হারানোদের নিয়ে নয়া আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর
এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় ভোটে জোট বেধে তৃণমূলকে হারিয়েছিল সিপিএম-বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে যে জোট নন্দকুমার মডেল হিসেবে রাজ্য় রাজনীতির চর্চার বিষয় হয়ে ওঠে। রাম-বাম জোট নিয়ে পাল্টা সরব হয় শাসক দল তৃণমূল কংগ্রেসও।
বিষয়টি অস্বস্তিকর হয়ে ওঠায় কড়া অবস্থান নেয় রাজ্য় সিপিএম নেতৃত্ব। নিচুতলাতেও বিজেপি-র সঙ্গে কোনওরকম জোট দল অনুমোদন করবে না বলে জানিয়ে দেওয়া হয়। বিজেপি-র সঙ্গে জোট করার দায়ে পূর্ব মেদিনীপুরে দলের বেশ কয়েকজন কর্মীকে বহিষ্কারও করেছিল জেলা সিপিএম নেতৃত্ব। কিন্তু তার পরেও সমবায় ভোটে নিচুতলায় বিজেপি- সিপিএমের জোট বাঁধার খবর এসেছে। এবার হুগলির বিজেপি-র মিছিলেও দেখা গেল একই ছবি।