শোভন দাস, মেদিনীপুর: মেদিনীপুর শহরে সুসজ্জিত পদযাত্রার মাধ্যমে বাংলা বাঁচাও যাত্রা শুরু করল সিপিএম। এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম, জেলা সম্পাদক বিজয় পাল সহ অন্যান্য সিপিএমের নেতা ও কর্মীরা। রবিবার বিকেলে মেদিনীপুর শহরের কেরানিতলা এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরে বটতলার চকে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন মহঃ সেলিম।
advertisement
সেলিমের কথায়, ”তৃণমূলের উন্নয়নের পাঁচালি শোনাচ্ছে। বিজেপি পাল্টা তৃণমূলের অনুন্নয়নের পাঁচালি শোনাচ্ছে। পাঁচালি মানে দু’জনের (তৃণমূল ও বিজেপি) প্যাঁচ কষা। সেই প্যাঁচে চাপা পড়ছে মানুষ। ভোটের আগে ওদের নাটবল্টু সব ঢিলে হয়ে গিয়েছে। তাই নতুন করে প্যাঁচ কষছে। ওরা ধর্মীয় আবেগ ব্যবহার করতে চায়। মানুষের আবেগ নিয়ে খেলা করতে চাইছে।”
সেলিমের কথায়, “আমরা ধর্মাশ্রিত রাজনীতির বিরোধী। ধর্মাশ্রিত রাজনীতির এই জায়গাটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরএসএসের নির্দেশে। আমরা চাই হিন্দু- মুসলিম নির্বিশেষে সব মানুষ এককাট্টা হোক। তাঁর শিক্ষার অধিকার নিয়ে, স্বাস্থ্যের অধিকার নিয়ে, কাজের অধিকার নিয়ে।” এ ছাড়াও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
