রবিবার নদিয়ার তেহট্টের কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোট ছিল। সেই ভোটেই একতরফা ভাবে তৃণমূলকে হারিয়েছে সিপিএম। এই সমবায় সমিতির পরিচালন সমিতির মোট আসন সংখ্যা ৭২৷ মোট ভোটার ১৭৯৯ জন৷ ফল বেরোতে দেখা যায়, ৭২টি আসনের মধ্যে ৬৭টিতেই জয়ী হয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থীরা৷ মাত্র ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল৷
advertisement
আরও পড়ুন: এ কী অবস্থা অনুব্রত মণ্ডলের! হাসপাতালে নিয়ে যেতেই জানা গেল মারাত্মক তথ্য, এতটা কমলো!
বিজেপি ৩৪টি আসনে প্রার্থী দিতে পারলেও তারা খাতা খুলতেই পারেনি৷
১৯৭৭ সাল থেকে এই সমবায় সমিতির নির্বাচনে টানা জয় পেয়ে আসছে সিপিএম৷ পরিবর্তনের পরেও সেই ধারা বদলায়নি৷ এবারের নির্বাচনেও বদলালো না ফল৷ পঞ্চায়েত নির্বাচনের এই সাফল্যে দারুণ উজ্জীবিত এলাকার বাম কর্মী-সমর্থকরা৷ অন্যদিকে সমবায় সমিতির নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷
গত বছরের পুর নির্বাচনেও তাহেরপুর পুরসভায় তৃণমূলকে বড় ব্যবধানেই হারিয়েছিল বামেরা৷ তাহেরপুর পুরসভার ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টিতেই জয় পেয়েছিল তারা৷ ৫টি ওয়ার্ডে জয়ী হয় তৃণমূল৷ গোটা রাজ্যের মধ্যে এই একটি পুরসভাই দখল করতে পেরেছিল বামেরা৷
