উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ও মিনাখার একাধিক গ্রামে গত কয়েক দিন ধরে এই হনুমান তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসী ও ব্যবসায়ীরা। এলাকায় ঘুরে বেড়াচ্ছে একাধিক হনুমানের দল। দোকানের ভিতর থেকে খাবারের বোয়াম টেনে নিয়ে বেরিয়ে এসে বেঞ্চির উপর বসে খাচ্ছে চানাচুর। কখনও আবার দোকানের ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। বিস্কুট, ফল, চিপস—যা পাচ্ছে তাই খাচ্ছে তারা।
advertisement
ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, গত প্রায় এক সপ্তাহ ধরে এই সমস্যা ক্রমেই বেড়েছে। হনুমানের তাড়ায় ছোট শিশুরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। দেখলেই তাড়া করা, কখনও বাড়ির ভিতরে ঢুকে পড়া, কখনও দোকানে হানা—নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের একাংশের দাবি, সুন্দরবনের জঙ্গলে খাবারের সংকট দেখা দেওয়াতেই হনুমানের দল লোকালয়ে হানা দিচ্ছে। পরিবেশবিদ রঞ্জিত মুখার্জির বক্তব্য, সুন্দরবন এলাকায় নির্বিচারে গাছপালা কাটা হচ্ছে। এর ফলে হনুমান ও বাঁদরের প্রাকৃতিক খাদ্য, বিশেষ করে ফলের গাছ কমে যাচ্ছে। খাদ্যের অভাবেই তারা জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে এবং খাবারের সন্ধানে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে। তাঁর মতে, বর্তমানে এই প্রাণীদের অবস্থা কার্যত ভিখারির মতো হয়ে দাঁড়িয়েছে।
