আরও পড়ুন: জঙ্গল ছেড়ে বাড়ির ভেতর চিতাবাঘ! সীমান্তের গ্রামে থরহরি কম্প
দোলুয়াখাকির বেশিরভাগ বাসিন্দা সেলাইয়ের নানান কাজ করে রোজগার করেন। হাত মোজা, গ্লাভস এই ধরনের হাতের কাজ করে তাঁদের সংসার চলত। কিন্তু রাজনৈতিক বিবাদে ঘরবাড়ির সঙ্গে সেই সেলাই মেশিনগুলোও পুড়ে যায়। সেই অসহায় মানুষগুলোর জন্যই এবার সাহায্য নিয়ে দোলুয়াখাকিতে হাজির হল বাম প্রতিনিধি দল। কর্মসংস্থানের লক্ষ্যে তাঁদের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
গত ১৩ নভেম্বর তৃনমুল নেতা সইফুদ্দিন নস্করের খুনের পর এই গ্রামে হামলার ঘটনা ঘটে। বহু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় । ঘটনার পর এলাকার আক্রান্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন বামেরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় খাবার, রান্নার সরঞ্জাম ও বাসস্থানের মেরামতির জন্য বাঁশ-ত্রিপল। কোনোরকমে থাকা ও খাওয়ার সংস্থান হলেও রুজি-রোজগারে সমস্যার মধ্যে পড়েন তাঁরা। এই বিষয়টি বিবেচনা করে এদিন এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন। মোট ১৬ টি মেশিন বিভিন্ন পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে এক গ্রামবাসী বলেন, এই ঘটনার পর আমরা ভেবেছিলাম আর কোনদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু সেলাই মেশিন পেয়ে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছি আমরা।
সুমন সাহা